নতুন সম্পর্কে হার্দিক! কে এলো ক্রিকেটারের জীবনে

0
2

The Calcutta mirror desk: খেলার মাঠ থেকেই হয়েছিল আলাপ। সেখান থেকে প্রেম এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা এবং পরিণয়। এক সন্তানের জন্ম দিয়েছিলেন দম্পতি। কিন্তু হঠাৎ করেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের সংসার। কথা হচ্ছে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং অভিনেত্রী নাতাসা স্তানকোভিচকে নিয়ে। রূপকথার তুলনায় কিছু কম ছিল না তাদের বিয়ের উৎসব। কিন্তু হঠাৎ করেই দুজনে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। নাতাশার সঙ্গে নাকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায় হার্দিকের। এরপর ব্রিটিশ গায়িকা জেসমিন মালিয়ার সঙ্গে নাম জড়ায় হার্দিকের। তবে এবার শোনা যাচ্ছে এক মডেলের সঙ্গে নাম জড়িয়েছে তার। ২৪ বছর বয়সী মডেল মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন হার্দিক পান্ডিয়া। সন্তানকে এক মুহূর্ত দেখার জন্য মাঝেমধ্যেই স্ত্রীর বাড়ির দোরগোড়ায় মাঝেমধ্যেই অপেক্ষায় থাকতে দেখা যায় তারকা ক্রিকেটারকে । এবার সমাজ মাধ্যমে একটি ছবিতে দেখা যাচ্ছে মডেল মাহিকা শর্মা একটি নিজস্বী তুলেছেন। তার পিছনে এক পুরুষ অবয়ব। এমনকি তার এক নিজস্ব ভিডিওতে দেখা গিয়েছে হার্দিককে। তারপর থেকে জল্পনা হয়েছে তীব্র। গুজরাট থেকে এই ছবি পোস্ট করেন মাহিকা। তার গাড়ির পিছনে দাঁড় করানো ছিল হার্দিকের গাড়ি। ২০১৩ সালে সত্যাগ্রহ ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল তাকে। প্রথমে মডেল হিসেবে কাজ করলেও পরে অভিনেত্রী হিসেবে কাজ করতে দেখা যায় ২৪ বছরের এই তরুণীকে। যদিও সেই ছবি বক্স অফিসে লাভের মুখ দেখতে পায়নি। তবে কি এবার হার্দিকের সঙ্গে সম্পর্কে এসে আবারো চর্চার কেন্দ্র বিন্দুতে আসবেন তরুণী সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here