The Calcutta mirror desk: শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। দেখতে দেখতে অনেকগুলি বসন্ত পার করে ফেলেছেন অবশেষে তার জীবনে আসতে চলেছে ফাল্গুন। উৎসবের আবহে বলিউডে আবারও সানাই বাজবে। দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় আসলো জোয়ার। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তার প্রেমিক লেখক রাহুল মোদী। তার সাথেই গাটছরা বাঁধবেন অভিনেত্রী। এর আগে অবশ্য অফিশিয়ালি তাদের প্রেমের কথা স্বীকার করেননি অভিনেত্রী এবং লেখক কেউই। তবে তাদের দুজনকে বারবার একসাথে দেখা গিয়েছে কখনো ছুটি কাটাতে কখনো আবার বিমানে পাশাপাশি সিটে বসতে। আবার রাহুলের কথা শুনে হেসে গলে গিয়েছিলেন শ্রদ্ধা। প্রিয় বান্ধবীকে নাকি চোখে হারান লেখক রাহুল মোদী। তবে তারা বিয়ের পিঁড়িতে কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত সবুজ কোন সংকেত পাওয়া যায়নি। বারবার অভিনেত্রী এবং লেখক তাদের এই প্রেমের সম্পর্কের কথা এক প্রকার এড়িয়ে গিয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে নভেম্বর মাসেই নাকি চার হাত এক হবে। বলিউডের চির পরিচিত হট কেক এবার তার চির তরুণী দশা ঘোচাবেন। দুই পরিবারের মধ্যে নাকি ইতিমধ্যেই কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। শ্রদ্ধার বিয়ের জন্য কেনা হয়েছে লাল বেনারসি। শুধু তাই নয় সোনা এবং হীরের গয়নায় সেজে উঠবেন অভিনেত্রী। বিয়ের জন্য রিসোর্ট বুক করা হয়েছে। চার দিন ধরে চলবে কাপুরমহলে অনুষ্ঠান। অতিথি অভ্যাগতদের অবশ্য এখনো পর্যন্ত নিমন্ত্রণ সাড়া হয়নি। বিয়ের পরেই নাকি প্যারিসে হানিমুনে যাবেন তারা।