The Calcutta mirror desk: আর কয়েকদিন পরে কালীপুজো। ভারতের মতন বাংলাদেশেও বিখ্যাত এই কালীপুজো। ঠিক যেমনভাবে সাড়ম্বরে দুর্গাপূজো পালিত হয় বাংলাদেশে তেমনভাবেই পদ্মা পাড়ের দেশে পালিত হয় কালীপুজো। ২০২৫ সালের ২০ শে অক্টোবর অর্থাৎ সোমবার অমাবস্যা তিথিতে এই কালীপুজো পালিত হবে। ঢাকার সিদ্ধেশ্বরী কালী মন্দির একটি অত্যন্ত প্রাচীন মন্দির এর বয়স সাড়ে ৫০০ বছরের পুরোনো।
ঢাকার ঢাকেশ্বরী মন্দির একটি অতি প্রাচীন মন্দির এটিকে শক্তিপীঠ বলে অভিহিত করা হয়। এখানে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শক্তিপীঠ। মুন্সীগঞ্জের শেখর নগরে রয়েছে একটি কালীমন্দির যেটি প্রায় পাঁচশ বছরেরও পুরনো। এখানে রক্ষাকালীপুজো শুরু করেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায় ধীরে ধীরে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার সব ধর্মের বর্ণের মানুষ একসাথে এই পুজোর শুরু করেন। সেই থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে এই কালির নাম। ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছে একটি কালী মন্দির। ময়মনসিংহ জেলার অন্যতম পুরনো এই কালী মন্দির নির্মাণ করেছিলেন নবাব আলীবর্দী খাঁ
। পশ্চিম বাংলার মতন বাংলাদেশের রয়েছে সুন্দরবন। সেই সুন্দরবনে রয়েছে দেবী রক্ষাকালি মন্দির। সুন্দরবনের শেখের টেক নামে একটি জায়গায় অবস্থিত এই রক্ষাকালী মন্দির যেটি ঐতিহাসিক এক স্থান। মন্দিরের পাশাপাশি বিভিন্ন বারোয়ারি স্থানেও দেবীর পূজা করা হয়। ঢাকা-চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে দেবীর পূজা করা হয়। বাংলাদেশে কালীপূজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব রূপে পালিত হয় না বরং বহু সাধারণ মানুষ ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে অংশগ্রহণ করেন এই কালী পুজোতে।