19 C
Kolkata
Wednesday, December 18, 2024

আমাদের সম্পর্কে জানুুন

দ্য ক্যালকাটা মিরর.কম এখানে কালির রঙ সত্যি!

২৬৩৩ রকমের অনলাইন মিডিয়া। সবাই ভাল। তারমধ্যেই ফের দ্য ক্যালকাটা মিরর.কম। অন্ততঃ সাহস আছে, লড়াই আছে আমাদের সেটা তো বলবেনই। তবে, পড়ুন, বলুন। হুড়োহুড়ি করবেন না। ফটাফট চেঞ্জ করবেন না। ঘুম ভেঙেই পড়ুন। বাসে, ট্রেনে, ট্রামে, আড্ডায় মেজাজটা ধরুন, পড়ুন। সহানুভূতি! সরি, চাই না।

কে করল? কারা জড়িত এসব প্রশ্ন থাক। রাখঢাক না করেই বলছি, আপনি করলে কেমন হত? বিষয়টা কি ঠিকঠাক হচ্ছে? অথবা আরও কী কী চাই। জানতে পারেন।

কেন করলাম? কারণ আছে, আগামীকাল অনলাইন-জীবন। আধুনিক প্রজন্ম কগজ পড়েই না, ফলে মূল্যবোধের মন্ত্রে সময় তাদের থমকে দিয়েছে অর্থের চাবুকে।

দ্য ক্যালকাটা মিরর ডট কমে সব থাকবে। রাজনীতি, খেলা, দেশ, বিদেশ, সাহিত্য, কবিতা, ছোটদের আঁকা, লেখা, গল্প, ছড়া, শিক্ষা, ইলাস্ট্রেসন, টুকরো সিনেমা এবং হস্টস্পট! তা ছাড়াও অনেক কিছু যা চাইবেন তা তো থাকবেই, আপনারা জানালেই। লিখবেন আধুনিক প্রজন্মের ছেলে মেয়েরা। চুপচাপ চাপহীন হয়ে বলছি, তাঁরা কিন্তু সাংঘাতিক লিখছেন… তাঁদের পেনে সততা আর বিশ্বাসের পরিপূর্ণ কালি। একটাই রঙ, সত্যি!

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

এরপর…দ্য ক্যালকাটা মিরর ডট কম বলবে। তার ঠিক আগে দাঁড়িয়ে আপনি, আপনারা পরিবার, বন্ধু, স্বজন, অনেক অনেক মানুষ। যেখানে আপনিই চরম সত্যি!

আয়না তো মিথ্যা বলে না!

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here