আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, অত কীসের তাড়া !
তোমার দেখি সব কিছুতেই ধরণ সৃষ্টি ছাড়া !
মুখ থেকে যেই খসবে কথা অমনি ছোটা চাই,
নইলে গলা উঠবে চড়ায় ডাক হবে বাজখাঁই।
এই তো সবে বললে, মাধাই, নিউজ পেপার আন,
পরেই বলছ–রাখব কলম ,নিয়ায় কলমদান।
দুটো কী আর একই জিনিস, এক জায়গায় থাকে ?
তোমার মতো পাগলা মনিব একটা মেলে লাখে !
নেহাত আমার বরাত খারাপ খুবই আতান্তর,
নইলে কী আর এই শর্মা থাকত তোমার ঘর!
যাক গে যখন ঢুকেই গেছি করি দু’চার দিন,
চাকর হলেও বুদ্ধি আছে, নইকো অর্বাচীন !
তবে শোনো, বকলে বেশি লাগবে বেশি টাকা,
দেখবে যত বকবে তত পকেট হবে ফাঁকা।
সামনে নেব দু’চার টাকা ,লুকিয়ে নেব বেশি,
রাতের বেলা আনব ডেকে দু ‘চারটে ভিনদেশী।
আরে কথা যায় না কানে, দিচ্ছ তাড়া আবার ,
সেই থেকে তো বকেই যাচ্ছি ,পেলাম সময় ভাবার !
দাঁড়াও আগে একটু বসি, দেখি একটু ভেবে,
কেউ তো আসুক যে আমাকে ওসব এনে দেবে।
ওই তো দেখি এসে গেছে রান্না -করা মাসি,
মান্য করে খুব আমাকে কাজ বললেই হাসি।
আমি বললে, মাসি ওসব আনবেই এইখানে,
আমি যে খুব দামি চাকর মাসি ভালোই জানে।
চাকর সমাচারঃশ্যামাপ্রসাদ ঘোষ

