গোল নিয়ে সোরগোল
মাঠের ভেতরে সেকি দৃশ্য!
হাতে গোল পায়ে গোল
গোল ফুটবলটাই বিশ্ব ।
পেলে ছিল কল্লোল
সাম্বার সুর আরাধনা
স্বপ্নে সমুদ্র উতরোল
সমুদ্রের নাম মারাদোনা।
বাঁ পায়ের শটে সে যে ঈশ্বর
বুকের বাঁ দিকে লেখা কাস্ত্রো
প্রেমে শ্রমে মদিরার বিস্ময়
রক্তে গেভারা সে যে গরিব কে বড় ভালবাসতো।
পেলে চায় আকাশের ফুটবলে
মাটিতেই চায় তার শিষ্য
মারাদোনা মাঠে নামে দলে দলে
তাকে ছাড়া পৃথিবীটা নিঃস্ব ।