দ্য ক্যালকাটা মিরর:শিল্পা শেঠির নয়া চমক। এবার মুম্বাইয়ের ওরলিতে একটি চোখ ধাঁধানো হোটেল খুললেন শিল্পা।তবে এই প্রথম নয় আগেই মুম্বাইয়ে ‘বাস্তিয়ান’ নামে একটি রেস্তোরাঁ’র মালিকানা ছিল তাঁর। এবার সেই ‘বাস্তিয়ান’-এরই আরও একটি শাখা খুললেন তিনি।তবে রেস্তোরাঁটি কবে উদ্বোধন করা হবে, তা এখনও জানা যায়নি ।
তার আগেই ‘বাস্তিয়ান’এর নতুন রেস্তোরাঁর নতুন মেন্যু চেখে দেখতেই আমন্ত্রণ করেছিলেন জেনেলিয়া ডি’সুজা এবং রিতেশ দদেশমুখকে।হাজির ছিলেন রীতেশের ভাই রীতেশের ভাই ধীরজও।
শিল্পা, রাজ, এবং জেনেলিয়া ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিন জনের ছবিতে স্পষ্ট বাস্তিয়ানের ঝাঁ চকচকে ইন্টেরিয়র ডিজাইন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শিল্পা ক্যাপশনে লিখেছেন, “এ বার এটা তৈরি”, হ্যাশট্যাগ , #কামিং সুন। লোকেশন দিয়েছেন বাস্তিয়ান, ওরলি।
অপরদিকে ইন্সটাগ্রামে সেল্ফি শেয়ার করেছেন জেনেলিয়া । তিনি লিখেছেন, “রাজ, শিল্পা তোমাদের অসংখ্য ধন্যবাদ নতুন বাস্তিয়ানে কাটানো অসম্ভব ভাল এই সন্ধ্যার জন্য। খাবারটা ভীষণ ভাল ছিল। এরকম প্ল্যান আরও চাই।” রাজও নিজের শেয়ার করা ছবিতে লিখেছেন, “একটি সুন্দর সন্ধ্যা কাটালাম নতুন বাস্তিয়ান রেস্তোরাঁয়, বন্ধুদের সঙ্গে দারুণ খাওয়া-দাওয়া করে।”