দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মামলার মাদক চক্র প্রসঙ্গে প্রায় ৮৫ টি ইলেকট্রনিক গেজেট পাঠানো হল গান্ধিনগরের দ্য ডিরেকটরেট অফ ফরেনসিক সায়েন্সকে (ডিএফএস)। এনসিবি (NCB) সমস্ত গেজেট পাঠায় তদন্তের জন্য। এই ৮৫ টি গেজেটের মধ্যে রয়েছে একাধিক তারকার মোবাইল ফোনও।
সুশান্ত মামলায় সিবিআই সহ এনসিবি ও ইডি তদন্ত করছে। এর আগে এনসিবি প্রায় ৩০ টি গেজেট তদন্তের জন্য পাঠায়। খবর, সেই সমস্ত গেজেটের রিপোর্টও পেয়ে গিয়েছে এনসিবি। এছাড়া, মাদক প্রসঙ্গে প্রায় ২৫ ধরণের ড্রাগসের তদন্তও করা হয় ফরেনসিক দলের সহায়তায়। সম্প্রতি খবর, ৮৫ টি ইলেকট্রনিক গেজেট ফের তদন্ত করবে গুজরাট ফরেনসিক দল।
আরও পড়ুন: ফের বিয়ের সানাই মহানায়কের পরিবারে, পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি
ডেটা রিকভারির কাজ শুরু হবে শীঘ্রই। এই সমস্ত গেজেটের মধ্যে রয়েছে সুশান্ত সহ রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, শ্রদ্ধা কপুর, অর্জুন কপুর প্রমূখ তারকার মোবাইল ফোন। এছাড়া পেনড্রাইভ, ল্যাপটপ, ডিভিডি ইত্যাদি গেজেটও আছে। এই সমস্ত গেজেটের তথ্য বের করা হবে বলে খবর।
এনসিবির তদন্তে এখনও পর্যন্ত একাধিক মাদক পাচারকারী সহ মাদক সেবনকারী ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে বেশিরভাগই বলিউড অভিনেতা। যদিও প্রমাণের অভাবে জেল হয়নি বেশিরভাগেরই। জামিন পেয়েছে একাধিক জন। এনসিবি এবার ডেটা রিকভারির মাধ্যমে সম্পূর্ণ ড্রাগ গ্যাং খোঁজার চেষ্টা করছে।
অন্যদিকে সিবিআইয়ের সেভাবে কোনো সক্রিয়তার খবর না পাওয়ায় সোশ্যাল মিডিয়া আন্দোলন শুরু করেছে সুশান্ত ভক্তেরা। বহুক্ষেত্রে অভিযোগ করা হচ্ছে যে মূল ঘটনার কোনো তদন্ত করা হচ্ছে না। শুধু মাদক কান্ডতেই জোড় দেওয়া হচ্ছে। সুশান্তের মৃত্যুর ছয়মাস পূর্ণ হয়েছে, তবে ভক্তদের স্বর কমেনি কোনোভাবেই। একই ছন্দে ন্যায়বিচারের দাবি রাখছে।