দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতমামলার মাদক চক্রে এনসিবি (NCB) ফের সমন পাঠালো অভিনেতা অর্জুন রামপালকে। ফের জেরা করা হবে অভিনেতাকে। আগামীকাল বুধবার হাজিরা দিতে হবে রামপালকে। এর আগেও অভিনেতা ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলাকে জেরা করে এনসিবি। আগামীকাল রামপালকে যথাযথ চিকিৎসকের প্রেসক্রিপশনকেও সঙ্গে রাখার কথা বলা হয়েছে এনসিবির তরফ থেকে।
এর আগে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপুরকে জেরার সময়ও অর্জুন রামপালকে সমন পাঠানো হয়। সেইসময় রামপালের বাড়ি ও দপ্তর থেকে বেশ কিছু নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে এনসিবি। যদিও পরে সে প্রসঙ্গে রামপাল জানান যে চিকিৎসকে পরামর্শেই তিনি কিছু মাদক জাতীয় ওষুধ খান। পরে খবর আসে যে রামপাল যথাযথ প্রেসক্রিপশনও জমা করেছে এনসিবির কাছে। তবে সে প্রসঙ্গে ফের জেরা করা হবে অভিনেতাকে। আজ সমন পাঠানো হয় এনসিবির তরফ থেকে। আগামীকাল জেরা করা হবে অভিনেতাকে। সঙ্গে সমস্ত প্রেসক্রিপশন রাখার নির্দেশও দিয়েছে এনসিবি।
আরও পড়ুন: রিলে নয় রিয়েল লাইফে প্রেমের গল্প লিখছে রাধিকা! জীবনসঙ্গী হিসেবে গায়ককেই কি বেছে নেবেন তিনি?
সম্প্রতি ডেটা রিকভারির জন্য ৮৫ টি ইলেকট্রনিক ডিভাইস গুজরাতের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। খবর, সেখানে একাধিক তারকার মোবাইল ফোনও রয়েছে। সেক্ষেত্রে রামপালের মোবাইল ফোন থাকার কথাও শোনা যাচ্ছে। এর আগেও একাধিক ডিভাইসের ডেটা রিকভারি করা হয়। আপাতত রিপোর্ট সম্মন্ধে কোনো খবর মেলেনি। আগামীকাল জেরার পর তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে একাধিক মহল।