দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউড বাদশাহ’র দীর্ঘ দুইবছর পর ‘পাঠান’ নিয়ে কামব্যাকে উৎসাহ তো ছিলই ভক্তদের মধ্যে। এবার সে উৎসাহ আরও বেড়ে গেল। কারণ বাদশাহ-র সঙ্গে দেখা যাবে ভাইজানকেও। অর্থাৎ শাহরুখ-সলমন জুটি থাকছে ‘পাঠান’এ। বহুবছর পর ফের দেখা যাবে শাহরুখ-সলমনকে। খবর, গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকবেন সলমন।
‘পাঠান’ ছবির জন্য সম্প্রতি শাহরুখ আবুধাবিতে শ্যুটিং এর জন্য প্রস্তুতি নেন। শ্যুটে থাকছেন জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনও। প্রথমে শোনা যায় ছবির শেষে শাহরুখকেই অন্য লুকে দেখা যাবে। তবে সম্প্রতি খবর, সলমন থাকছেন ছবির শেষে গেস্ট অ্যাপিয়ারেন্সে। উভয় অভিনেতাই ছবিতে গুপ্তচরের ভূমিকায় থাকছেন। ছবির শেষে পনেরো মিনিটের জন্য সলমনকে দেখা যাবে শাহরুখের সঙ্গে। জানা যাচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিরই একটি লুকে দেখা যাবে সলমনকে। খবর, ছবির শ্যুটিংয়ের জন্য আগামীবছর জানুয়ারিতেই দুবাই যাবেন সলমন।
আরও পড়ুন: ২৪ শে ডিসেম্বর থেকে খুলেছে পুরীর মন্দির! কিন্তু মানতে হবে এই নিয়মগুলো!
সলমন-শাহরুখের এই আগাম জুটি ‘কর্ণ-অর্জুন’ এর স্মৃতি উসকে দিয়েছে দর্শকদের মধ্যে। এই ছবি ব্যতীত সলমন আগামী ঈদে প্রভু দেবার ‘রাধে’ নিয়ে হাজির হবেন বলে খবর। এছাড়া তালিকায় আছে ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ও ‘কিক টু’। সম্প্রতি সলমনের আরও এক ছবি ‘অন্তিম’ এর লুকসও প্রকাশ পায়। যেখানে অভিনেতা একজন শিখ পুলিশের চরিত্রে থাকছেন।