দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত মঙ্গলবার পিসি চন্দ্র গার্ডেনেই হল গৌরব-দেবলীনার বিয়ের গ্র্যান্ড পার্টির আসর। বিয়ের পর এবার পার্টিতে ঝলমলিয়ে উঠলেন দেবলীনা কুমার (Devlina Kumar) এবং গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। পার্টিতে সাদা ক্যাথোলিক গাউনে ‘পরী’র সাজে সাজলেন দেবলীনা কুমার।


অভিনেত্রী দেবলীনা কুমারের বাবা এবং মা উদ্যোগেই এই পার্টির আয়োজন করা হয় বলেই সূত্রে খবর। পার্টিতে গৌরবকে প্যান্ট, স্যুটে হাজির হতে দেখা গেলেও, দেবলীনা হাজির হন এক্কেবারে অন্যরকম সাজে।
আরো পড়ুন :রিলে নয় রিয়েল লাইফে প্রেমের গল্প লিখছে রাধিকা! জীবনসঙ্গী হিসেবে গায়ককেই কি বেছে নেবেন তিনি?
ক্যাথোলিক গাউনে ‘পরী’র সাজে পার্টিতে মেতে ওঠেন টলিউডের পর্দার সকলের প্রিয় রঙ্গোবতী। এই পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য তারকারা।


প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। এরপর থেকেই সেলিব্রেশনের মুডে গৌরব-দেবলীনা। থামছে না নবদম্পতির বিয়ের নানান রকমারি উৎসব। বৌভাতের পর সঙ্গীত নাইটের পর মঙ্গলবার বসল গৌরব-দেবলীনার বিয়ের পার্টির আসর।
এদিন কেক কেটে মিষ্টি মুখ সারলেন দু’জনে।অন্যদিকে নিজের ফোনেই স্ত্রীর হাসির মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন পর্দার মথুরবাবু।