দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রকাশ ঝাঁ প্রযোজিত ও পরিচালিত ‘আশ্রম’ ওয়েব সিরিজের বিতর্ক রূপ নিল আইনী নোটিসের। সিরিজের মূল চরিত্র ববি দেওয়াল ও পরিচালক প্রকাশ ঝাঁকে আইনী নোটিস পাঠায় সেশন ও জেলা আদালত। এ নিয়ে পিটিশনও দায়ের হয়। অভিনেতা ও পরিচালকেরজবাবে অপেক্ষা। তারপরই আদালতে তোলা হবে মামলা।
‘আশ্রম’ আদতে বাবা রামরহিম কান্ড অবলম্বনে তৈরি। যেখানে ববি দেওয়ালকে রামরহিমের চরিত্র ভিত্তিক একটি চরিত্রে দেখা যাচ্ছে। ববি দেওয়াল একজন ধর্ষক ও অসৎ চরিত্রের বাবার ভূমিকায় রয়েছেন। আর এই নিয়েই বিতর্ক। খুশ খান্দেলওয়াল নামের এক ব্যক্তি পিটিশন দায়ের করেন, “ববি দেওয়ালের বাবার চরিত্র হিন্দু ধর্মের আবেগকে আঘাত করেছে। এই চরিত্র হিন্দু সন্ন্যাসীদের সম্মানহানি করে। হিন্দু ধর্মের বিশ্বাসে আঙুল তোলা হয়েছে।”
এই পিটিশন দায়ের পরই যোধপুর সেশন ও জেলা আদালত ববি দেওয়াল ও প্রকাশ ঝাঁকে আইনী নোটিস পাঠায়। উভয়ের জবাব এলেই মামলা উঠবে আদালতে। খবর, কর্ণি সেনার তরফ থেকেও আইনী নোটিস যায় এই দুই মহারথীর কাছে। প্রথমে এফআইআর দায়ের করা হলেও পরে আদালতে দ্বারস্ত হন অভিযোগকারী।
সম্প্রতি ‘আদিপুরুষ’ ছবি নিয়ে সইফ আলি খানের মন্তব্যে একই অভিযোগ ওঠে। বিতর্ক শুরু হয় সেই ছবির ক্ষেত্রেও। তার আগে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য শ্যুটেবল বয়’ নিয়েও হিন্দু ধর্মে আঘাতের অভিযোগ তোলা হয়।