দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী কঙ্গনা রনওয়াত ফের টুইটের ময়দানে নামলেন। ফের নিশানা বানালেন প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিত দোসাঞ্জকে। কৃষক বিদ্রোহ প্রসঙ্গে প্রিয়াঙ্কা ও দিলজিতকে ‘দেশ বিরোধী’ বলে কটাক্ষ করলেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, তাঁরা কৃষকদের উসকে দিয়ে চলে গিয়েছেন। ফের টুইট লড়াইয়ের সৃচনা করলেন অভিনেত্রী।
দিলজিতের সঙ্গে প্রথম থেকেই বিবাদ বাঁধে কঙ্গনার। একে অপরকে একের পর এক কটাক্ষ। পরে প্রিয়াঙ্কা দিলজিতের টুইট শেয়ার করে কৃষকদের সমর্থন করলে তাঁকেও ছাড়েন নি কঙ্গনা। এবার ফের সেই প্রসঙ্গে টুইট শানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি অভিষেক পাঞ্চালের একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। যেখানে দেখা যাচ্ছে অর্ধেক কৃষকই জানেন না আদৌ তাঁরা কি নিয়ে বিদ্রোহ করছেন। এই ভিডিও শেয়ার করেই কঙ্গনা লেখেন, “দিলজিত ও প্রিয়াঙ্কা কোথায় এখন? কৃষকদের যদি সমর্থন করতেই হয় তো তাঁরা অন্তত একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিক কোন বিষয় নিয়ে আন্দোলন করা উচিৎ। এঁরা (দুই তারকা) তো শুধু কৃষকদের উসকে দিয়ে চলে গেলেন।”
অভিনেত্রী এখানেই থামেন নি। আরও লেখেন, “এই সমস্ত প্রসিদ্ধ ব্যক্তিরা কৃষকদের আন্দোলনের জন্য উসকে দিচ্ছে। সরকার কি এদের বিরুদ্ধে কোনো মামলা করবে না? এই ধরণের দেশ বিদ্রোহী কাজে অংশগ্রহনকারীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে না?”