দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা তথা ফিটনেস এক্সপার্ট মিলিন্দ সোমানের ন্যুড ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু বিতর্কই নয় একাধিক ক্ষেত্রে মামলা দায়ের হওয়ার খবরও জানা যাচ্ছে। সমুদ্র কিনারায় মিলিন্দের নগ্ন ছবিকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না নেটিজেনদের একটি দল। সমালোচনার জবাব দিতেও ছাড়েন নি অভিনেতা। তাঁর মতে, একবার যদি কেউ ন্যুড ছবি তুলতে শুরু করে তাহলে সে বার বার তুলবে। কারণ এটা কোনো অপরাধ নয়।
সম্প্রতি মিলিন্দ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিবস্ত্র ছবি শেয়ার করেন। ছবিতে সমুদ্র সৈকতে অভিনেতাকে নগ্ন শরীরে দৌড়তে দেখা যাচ্ছে। মুহুর্তে ভাইরাল হয় সেই ছবি। বেশ কিছু নেটিজেনের দল অভিনেতাকে বাহবা দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচনার স্বীকার হয়েছেন অভিনেতা। শুধু সমালোচনাই নয়। সঙ্গে প্রকাশ্যে অশ্লীলতা আইনে, মামলা দায়ের হওয়ার খবরও শোনা যাচ্ছে মিলিন্দের বিরুদ্ধে। তবে অভিনেতা চুপ থাকেন নি। জবাবও দেন।


মিলিন্দ জানান, যদি কেউ ইন্টারনেটে #ন্যুড ফটো সার্চ করে তবে সঙ্গে সঙ্গে দশ মিলিয়ন ছবি দেখতে পাবে। এটা অস্বাভাবিক নয়। অভিনেতার মতে, কেউ যদি একবার ন্যুড ছবি তুলতে শুরু করে তবে সে বার বার তুলবে। কারণ এখানে অপরাধের কিছু নেই। তিনি এও জানান যে, প্রত্যেক বারেই ন্যুড ফটো তোলার পর আলাদা আলাদা প্রতিক্রিয়া পেয়েছেন দর্শকদের কাছ থেকে।
আরও পড়ুন:ক্যান্সার প্রতিরোধ থেকে ত্বকের সৌন্দর্য রক্ষায় জুরি মেলা ভার এই সবজী’র
অভিনেতার একাধিক ন্যুড ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করছে। আগের সমস্ত ছবিগুলি নিয়েও সম্প্রতি নতুন করে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবার অনেক ক্ষেত্রেই অভিনেতাকে ‘ইউনিক’ বলে প্রশংসাও করা হচ্ছে।