দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আপনাদের সকলের সন্ধ্যার জনপ্রিয় টেলিভিশন শো’র রানীমা চললেন পাহাড় ঘুরতে, তা আপনারা কী জানতেন সে কথা? স্টুডিও আর বাড়ি এই নিয়েই দিব্বি চলছে দিতিপ্রিয়া। পড়াশোনা আর সিরিয়ালের মাঝে সময় পাননি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতে, কারণ একদিকে পড়াশোনার চাপ আর অন্যদিকে সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের দায়িত্বই যে তার কাঁধে।


তাই সে ছুটি নিলে কীভাবে চলবে? অতঃপর অনেক কষ্টে সব দিক সামলেই ছুটি পেয়েছেন তিনি, আর তাই তো অবশেষে ছুটি ম্যানেজ করে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন রানিমা। এই নিয়ে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, “শ্যুটিং আর পড়াশোনা ছাড়া তো আর কিছুই হয়নি, তারপর গত কয়েক মাস ধরে করোনা, লকডাউন এই সব নিয়েই চলছে।”
আরো পড়ুন:অবশেষে মুক্তির দিন ঠিক হল মাধবনের নতুন ফিল্ম ‘মারা’র


তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ রানীমা ছুটি নিলেও ওই ক’দিনের শ্যুটিং শেষ করেই ঘুরতে যাবেন। তারপর ২৯ডিসেম্বর কোলকাতায় ফিরেই ফের সেই চেনা পথে স্টুডিও’র লাইট-ক্যামেরা-অ্যাকশনের সম্মুখীন হবেন। সম্প্রতি, রানী রাসমণি সিরিয়ালের টিআরপিও (TRP) কিছুটা কমে গিয়েছে। যদিও সেই টিরআরপি’র ঘাটতি মেটাতে বাকি এখনও নানান চমক।