দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কন্নড় অভিনেতা শ্রীমুরালির পরবর্তী ছবি “বাঘিরা”র পোস্টার অভিনেতার জন্মদিনে প্রকাশ করা হলো। কেজিএফের পরিচালক প্রশান্ত নীল অভিনেতা শ্রীমুরালির জন্য সিনেমাটি একটি অ্যাকশন গল্পের আকারে লিখেছেন। এটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ডাঃ সুরি। এবং প্রযোজনায় রয়েছে সম্বলিত ফিল্মস।
প্রশান্তের আগের সিনেমাগুলির মতো এই সিনেমাটির পোস্টার একটা জোরালো ট্যাগলাইন নিয়ে আসছে: “যখন সমাজ একটি জঙ্গলে পরিণত হয়..তাই কেবল একজন শিকারি ন্যায়বিচারের জন্য গর্জন করে!” ছবিটি এমন এক পুলিশের চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে, যিনি অপরাধীদের বিচারের জন্য ন্যয়ের পথে থেকেই এক প্রকার সতর্কতা অনুসরণ করেন, যেটায় তার নিজস্ব আঙ্গিকে প্রকাশ পায়। ২০১২ সালে “লাকি” চলচ্চিত্রটির পরিচালনা করার আগে পর্যন্ত পরিচালক সুরি পেশায় দাঁতের ডাক্তার ছিলেন।
আরো পড়ুন:শেষ হয়েও শেষ হল না মথুরবাবুর বিয়ের অনুষ্ঠান, পরী’র সাজে বিয়ের গ্র্যান্ড পার্টিতে দেবলীনা কুমার
শ্রীমুরালী, প্রশান্ত নীলের প্রথম চলচ্চিত্র “উগ্রমের” প্রধান চরিত্র ছিলেন, সিনেমাটি ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল আর বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। ছবিটির প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেছেন- “এইরকম একটি টিমের সাথে সহযোগিতা করার জন্য আমি সত্যিই ধন্য। আমি আগামী বছরের শুরুর দিকে কাজটি শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি।”
এর আগে অভিনেতা শ্রীমুরালী “মূরালী”, “মুফতি”, “পরব্রহ্ম”, ” মহানুভব “- এর মতো আরও অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। তাই দর্শকরা ইতিমধ্যেই অধীর আগ্রহে “বাঘিরা”র মুক্তির অপেক্ষায় আছে।