দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সুশান্ত মামলার মাদক কান্ডে পরিচালক-প্রযোজক করণ জোহারকে এবার সমন পাঠালো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সম্প্রতি ৮৫ টি ইলেকট্রনিক ডিভাইসের ডেটা রিকভারি করে এনসিবি। খবর, সেখান থেকেই করণ জোহারের কিছু ম্যাসেজ ও ফোন কলস পাওয়া গিয়েছে। এবার করণ কে জবাবদিহি দিতে হবে এনসিবির কাছে। বিশেষ করে ২০১৯ এর ভাইরাল হওয়া তথাকথিত ড্রাগ পার্টির তথ্যও জানাতে হবে করণ’কে।
শিখ-গুরুদ্বারা প্রবন্ধক কমিটির আধিকারিক মঞ্জিন্দর সিং সিরসা বহু আগেই করণের বিরুদ্ধে মামলা করেন। ২০১৯ সালের একটি পার্টির ভিডিওকে ড্রাগ পার্টি বলে অভিযোগ করা হয়। যেখানে দীপিকা পাডুকোন সহ অর্জুন কপুর, রনবীর কপুর, শাহিদ কপুর, ভিকি কৌশল সহ একাধিক বলিউড তারকা উপস্থিত ছিলেন। সেই ভিডিওর তদন্ত প্রথমেই শুরু করা হয়। সম্প্রতি ফোন থেকে পাওয়া কিছু ম্যাসেজ ও ফোন কলস করণ’কে বিপদে ফেলেছে। এনসিবি, এনডিপিএস আইন ৬৭ (বি) এর ভিত্তিতে সমন পাঠায়। সূত্রের খবর, এই আইন অনুযায়ী পরিচালককে এনসিবির সামনে উপস্থিত না হলেও চলবে। তবে যথাযথ প্রশ্নের জবাব দিতে হবে।
আরো পড়ুন: বেবোর সেকন্ড ‘বেবিবাম্প ফ্লন্ট’ দেখে মুগ্ধ নেটিজেনরা
তথাকথিত ড্রাগ পার্টির ভিডিও প্রসঙ্গেই উত্তর দিতে হতে পারে করণ জোহরকে। এমনটাই জানা যাচ্ছে। এর আগে একাধিক বলিউড পরিচালক ও অভিনেতাদের এনসিবি জেরা করে। বহুদিন আগেই নেপোটিজমে নাম জড়ায় তাঁর ।পাশাপাশি উঠে আসে মাদক চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রসঙ্গও। এবার এনসিবির প্রশ্নের উত্তর দেবের করণ জোহরও।