দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সুপার ফিট স্টার তথা অভিনেতা অক্ষয় কুমার এবার ‘ফোর্বস’এর সেরা অর্থ উপার্জনকারীদের তালিকায় নাম লেখালেন। বলিউড থেকে অক্ষয়ের নামই রয়েছে বিশ্বের সেরা ১০০ জন উপার্জনকারীদের মধ্যে। একের পর এক হিট ছবি আর জনপ্রিয়তার পাশাপাশি এবার ‘ফোর্বস’ ম্যাগাজিনের তালিকাতেও যায়গা পেয়ে গেলেন বলিউড খিলাড়ী।
সম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিন বিশ্বের সমস্ত তারকাদের নিয়ে জনের তালিকা প্রকাশ করে। যেখানে বিশ্বের সমস্ত তারকাদের নাম ২০২০ সালে অর্থ উপার্জনের ভিত্তিতে সাজানো হয়েছে। তার মধ্যেই অক্ষয়ের নাম রয়েছে ৫২ নম্বরে। খবর, এবছর ৪৮.৫ মিলিয়ন ডলারের ইনকাম করেছেন অভিনেতা। ভারতীয় মুদ্রায় ৩৫৬ কোটি টাকা। তারপরেই এবছরের বিশ্বের ৫২ তম ধনী তারকা হয়েছেন অক্ষয়। জানা যাচ্ছে, উপার্জনের বেশিরভাগটাই তাঁর ছবি ‘লক্ষী’ থেকে উপার্জিত। যদিও ছবি প্রসংশার থেকে সমালোচনাই বেশি পেয়েছিল।
আরও পড়ুন: ২০২১ এ মার্চের শেষেই নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনকে জানালো পশ্চিমবঙ্গ সরকার
সম্প্রতি অভিনেতা ‘বেল বটম’ এর কাজ শেষ করেছেন। আপাতত অভিনেতা সত্যকাহীনি অবলম্বনে তৈরী ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া তালিকায় রয়েছে ‘সুর্যবংশী’, ‘আতরঙ্গী রে’ ইত্যাদি ছবি।