দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লকডাউনে রিলের ভিলেন, রিয়েল হিরোর সম্মান পেয়েছিলেন। এবার সেই হিরো রিলে আর ভিলেন হবেন না। এবার সব পজিটিভ চরিত্রই করবেন। জানিয়ে দিলেন সরাসরই। কথা হচ্ছে অভিনেতা সোনু সুদের। হ্যাঁ আর তিনি ভিলেনের চরিত্র করবেন না। এমন কি তাঁর আসন্ন দক্ষিনী ছবি ‘আল্লুদু আধুরস’ এরও বেশ কিছু দৃশ্যে বদল এনেছেন নির্মাতারা। তাও শুধুমাত্র অভিনেতার ভাবমূর্তি রক্ষার জন্য।
করোনা আবহে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানো থেকে শুরু করে বিদেশে থাকা পড়ুয়াদের বাড়ি নিয়ে আসা এইসব কাজের মাধ্যমেই রিয়েল হিরো হয়ে ওঠেন সোনু। মানুষের কাছে সেই হিরো হওয়ার ভাবমূর্তি আর নষ্ট করতে চান না অভিনেতা। তাই সিদ্ধান্ত নেন আর নয়। যা হবে সবটাই প্রটাগনিস্ট। এই সিদ্ধান্তের পরই তাঁর আসন্ন দক্ষিনী ছবি ‘আল্লুদু আধুরস’ এর বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। সোনুর জন্য যোগ করা হয়েছে দুটি গান। সঙ্গে ছবির মুখ্য চরিত্র সাঁই শ্রীনিভাসের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সোনুর চরিত্রকে।
আরও পড়ুন: ‘পাঠান’এ সলমন-শাহরুখের জুটি, উচ্ছাস ভক্ত মহলে
সোনু তাঁর এই সিদ্ধান্ত প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে জানান, “গত একবছরে আমার জীবনে অনেক কিছুর বদল এসছে। আর এই ভাবমূর্তিকে নষ্ট করতে চাই না। এবার আর ভিলেন নয়। হিরোর চরিত্রই করব। ভাবমূর্তিটা বজায় রাখার চেষ্টা করব।”
সোনুর এই সিদ্ধান্তে ভক্তের অভিনেতাকে প্রটাগনিস্টের চরিত্রে দেখার জন্য উদ্বিগ্ন। তার আসন্ন ছবি ‘আল্লুদু আধুরস’ আগামী বছরই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। ছবির পরিচালনা করেছেন সন্তোষ শ্রীনিভাস।