দ্য ক্যালকাটা মিরর : দীর্ঘ এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ফিরলেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। খবর, গতকাল শুক্রবার বাড়ি ফিরেছেন রেমো। তাঁকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে তাঁর পরিবার। সকলকে ভিডিও শেয়ারের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন কোরিওগ্রাফার।
গত ১১ ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় রেমোকে। প্রথমে ঘন্টার সময় দেন চিকিৎসকেরা। পরে রেমোর সুস্থ হয়ে ওঠার খবর জানা যায়। মাঝে রেমোর অভিনেতা বন্ধু আমির আলি ইনস্টাগ্রামে রেমোর ছবি শেয়ার করে তাঁর শারীরিক অবস্থার খবর দেন। সেই সময় রেমো বেশ সুস্থই ছিলেন। সম্প্রতি খবর, দীর্ঘ এক সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চোরিওগ্রাফার। তাঁকে স্বাগত জানাতে আয়োজনও করেছে পরিবার। একটি ভিডিও শেয়ার করেন রেমো। যেখানে দেখা যাচ্ছে তিনি একগুচ্ছ বেলুন হাতে হাসি মুখে বাড়িতে আসার আনন্দ উপভোগ করছেন।
এই ভিডিও শেয়ার করে রেমো লেখেন, “আমি ফিরে এলাম (আই অ্যাম ব্যাক)। সকলকে সমস্ত ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমার বন্ধুদেরকেও।” পাশাপাশি নিজের ছেলেকেও ধন্যবাদ জানিয়েছেন কোরিওগ্রাফার।


আরও পড়ুন :
রেমোর সুস্থতায় খুশি নেটিজেনেরা। শুভেচ্ছা বার্তায় ভরেছে কমেন্ট বক্স। পাশাপাশি রেমো দুই সহপাটী কোরিও গ্রাফার টেরেন্স লিউইস ও গীতা কপুরও সুস্থতার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অভিনেতা টাইগার শ্রফ কমেন্ট করেন, “আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে শুরু করা যাক।”