দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অনুষ্কা শর্মার প্রযোজনায় তৈরি ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ এবার একাধিক বিষয়ে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিল। চলছি বছর সত্য কাহিনী অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্র অভিনেতা জয়দীপ আহলাওয়াত সেরা অভিনেতার পুরস্কার পান। সোশ্যাল মিডিয়ায় গুচ্ছ গুচ্ছ প্রসংশা পান অভিনেতা। সঙ্গে ‘পাতাল লোক’ এর গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং অনুষ্কা শর্মা।
জয়দীপ আহলাওয়াত ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড হাতে একাধিক ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “ব্ল্যাক লেডি এখন তাঁর নিজস্ব বাড়িতে। অনেক ধন্যবাদ ফিল্মফেয়ারকে এই সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ‘পাতাল লোক’ এর টিমকে। তাঁরা না থাকলে এটা সম্ভব হত না। ধন্যবাদ সকলকে যারা আমাকে, হাতিলালকে (সিরিজে জয়দীপের চরিত্র) এবং পাতাল লোককে এতো ভালোবাসা দিয়েছেন।”
https://www.instagram.com/p/CJAhluasqZC/?utm_source=ig_web_copy_link
আরও পড়ুন :
অভিনাশ অরুন ও প্রশিত রায় পরিচালিত ‘পাতাল লোক’ শুধু সেরা অভিনেতার পুরস্কারই পায় নি। পাশাপাশি সেরা সত্য কাহীনি, সেরা স্ক্রিনপ্লে এবং সেরা ওয়েব সিরিজের সম্মান পেয়েছে। সিরিজে জয়দীপের পাশাপাশি রয়েছেন নীরজ কবি, স্বস্তিকা মূখার্জী, ইশওয়াক সিং প্রমূখ অভিনেতা। সিরিজের প্রযোজনা করেছিল অনুষ্কা শর্মার ‘ক্লিন স্টেট ফিল্ম’ প্রযোজনা হাউস। ‘পাতাল লোক’এর পুরস্কার জেতার পর অনুষ্কা জয়দীপের উদ্দেশ্যে লেখেন, “গৌরবান্বিত জয়দীপ”। পাশাপাশি সম্পূর্ণ টিমের প্রশংসা করেন অভিনেত্রী।