দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : শুটিং করতে গিয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সূত্রে জানা গিয়েছে, মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সিনেমার শুটিং করছিলেন কিংবদন্তি অভিনেতা, সেখানেই হঠাৎ পেটের সমস্যায় অসুস্থ বোধ হয় তাঁর।
এক সর্বভারতীয় সংস্থাকে এই খবর জানিয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তিনি আরও জানান, ছবির বেশ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল, আর সেই দৃশ্যের লিড রোলে ছিলেন মিঠুন। যদিও সকাল থেকেই পেটের সমস্যা শুরু হলেও, শ্যুটিং থেকে বিরত থাকেননি তিনি।
এরপরেই শুরু হয় প্রবল যন্ত্রনা। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি, বন্ধ হয় শ্যুটিং। এবং সদ্যই তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে।
তবে এখন কেমন আছেন তিনি? সে বিষয়ে মেলেনি কোনো খবর। অন্যদিকে পরিচালক জানান, “আজকের প্রজন্মের কিংবা আগের প্রজন্মের অভিজ্ঞ কোনও অভিনেতাকে এত ব্যথা সহ্য করে এভাবে শট দিতে দেখা যায়নি।”
প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে অনুপম খের, পুনীত ইসারের মতো অভিনেতাও রয়েছে।