দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আন্তর্জাতিক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস খুব সম্মানিত অনুভব করছেন। কারণ হল আমেরিকান পুঁজিপতি ওয়ারেন বাফেটকে পুরস্কারের জন্য ঘোষণার সুযোগ পেয়েছেন। বিশ্বের সেরা নাগরিক সম্মাননায় ভূষিত করা হয় ওয়ারেন বাফেটকে। সেখানেই বাফেটকে সম্মান দেওয়ার সুযোগ পান অভিনেত্রী। নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন প্রিয়াঙ্কা। সঙ্গে প্রসংশা করেছেন ওয়ারেন বাফেটের।
সম্প্রতি আমেরিকায় ২০২০ সালের বিশ্বের সেরা নাগরিক পুরস্কারের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের হোস্ট ছিলেন বিখ্যাত বিদেশী গায়ক জন লেজেন্ড। এবছরের বিশ্বের সেরা নাগরিকের সম্মান জিতে নেন আমেরিকান ব্যবসায়ী তথা পুঁজিপতি ওয়ারেন বাফেট। তাঁর পুরস্কার ঘোষণার সুযোগ পান ভারতীয় বংশদ্ভুত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
তাই তিনি গর্বের সঙ্গে জানিয়েছেন, “বিশ্বের সেরা নাগরিকের পুরস্কারে ওয়ারেন বাফেটের নাম ঘোষণা করে আমি খুব সম্মানিত বোধ করছি। ২০০৬ সালেই উনি আমাদের অবাক করেছিলেন। কথা দিয়েছিলেন, নিজের সম্পত্তির অর্ধেক অংশ দরিদ্র্যদের দান করবেন। তারপরেই ৩৭ মিলিয়ন ডলার দান করেছিলেন। ওনার নেতৃত্ব, মহত্ত্বতায় আমরা মুগ্ধ।”
খবর, ভারতীয় স্তরে বিশ্ব সেরা নাগরিক সম্মাননার অনুষ্ঠান আগামী ২৬ শে ডিসেম্বর দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।