দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হানসাল মেহতার ‘স্ক্যাম 1992 ‘ ওয়েব সিরিজ এবারের ফিল্মফেয়ারে কোনো পুরস্কারই জিততে পারে নি। সারি সারি প্রশংসা পেয়েও কেন পুরস্কার পেল না? নেটিজেন মহলেও প্রশ্ন উঠেছে কেন কোনো পুরস্কার দেওয়া হল না এই সিরিজকে। নেটিজেনদের অপেক্ষা না করিয়েই কারণটা নিজেই জানিয়ে দিলেন পরিচালক হানসাল মেহতা।
১৯৯২ এর স্টক ব্রোকার হারসাদ মেহতার জালিয়াতির কাহিনীকে কেন্দ্র করে তৈরি ‘স্ক্যাম 1992’ মুক্তি পাওয়ার সাথে সাথে প্রসংশার ঝড় ওঠে দর্শক মহলে। দর্শক কতটা এই সিরিজ পছন্দ করেছে তা সিরিজের আইএমডিবি রেটিংয়েই স্পষ্ট। এই সিরিজের রেটিং রয়েছে ৯.৪। তবে ফিল্মফেয়ারে নির্বাচিত হয় নি এই সিরিজ। ফলে একাধিক টুইটে এর কারণ জানতে চায় নেটিজেন। এক ব্যবহারকারী টুইট করেন, “আসল প্রতিভাকে কখনই স্বীকৃতি দেওয়া হয় না। তবে এই সিরিজ ফিল্মফেয়ার পুরস্কারের সম্মানের থেকেও অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য।”
ঘন ঘন টুইটের জবাব দেন হানসাল মেহতা। লেখেন, “সব যায়গাতেই একই ধরণের টুইট দেখতে পাচ্ছি। ‘স্ক্যাম 1992’ ফিল্ম ফিল্মফেয়ারে পুরস্কার পায় নি কারণ অনেক দেরিতে এই সিরিজ মুক্তি পেয়েছিল।” পাশাপাশি পরিচালক ফিল্মফেয়ার নির্বাচনের প্রসংশাও করেন। লেখেন, “যেগুলো ফিল্ম ফেয়ার পেয়েছে সেগুলো আসলে যোগ্য। তাইই নির্বাচন করা হয়। ফিল্মফেয়ার কর্তৃপক্ষের নির্বাচন একদম সঠিক।”
হানসাল মেহতার এই সিরিজে হারসাদ মেহতার চরিত্রে ছিলেন প্রতীক গান্ধি। পাশাপাশি শ্রেয়া ধন্বন্তরি সহ সতীশ কৌশিক প্রমূখ অভিনেতাকে দেখা যায়।
উল্লেখ্য, এইবছরের ফিল্মফেয়ার পুরস্কার পায় অনুষ্কা শর্মার প্রযোজনায় তৈরি ‘পাতাল লোক’। সেরা অভিনেতা, সেরা কাহিনী ও ও সেরা কাহিনী চিত্রের পুরস্কার পায় এই সিরিজ।