দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সলমন খান ও ভগ্নীপতি আয়ুস শর্মার জুটি ‘অন্তম : দ্য ফাইনাল ট্রুথ’ এর ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। দুই অভিনেতার মুখোমুখি পেশীবহুল দৃশ্যে ছবি দেখার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে দর্শক মহলে। ছবির ফার্স্ট লুক মুহুর্তে ভাইরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মহেশ মঞ্জরেকার পরিচালিত ‘অন্তম : দ্য ফাইনাল ট্রুথ’ এর সম্প্রতি টিজার মুক্তি পায়। যেখানে সলমন খানকে একজন শিখ পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে। সম্প্রতি সেই ছবিরই ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। যেখানে আয়ুস শর্মা ও সলমনকে মুখোমুখি হাতাহাতি করতে দেখা যাচ্ছে। আয়ুস ছবির টিজার শেয়ার করে লেখেন, “পরিশ্রম করতে রক্ত-ঘাম এক করতে হয়। তবে এর ফল পাওয়া যায়। এবার ‘অন্তিম’ থেকে শুরু করা যাক।”
আয়ুস শর্মা প্রথম ছবি ছিল ‘লভরাত্রি’। সে ছবিতে সাধারণ চরিত্রে দেখা যায় আয়ুসকে। তবে ‘অন্তিম’ এ মুখ্য চরিত্রে থাকছেন আয়ুস। যেখানে সলমনের চরিত্র তূলনামূলক কম গুরুত্বপূর্ণ হবে বলে জানা যায়। ছবির প্রযোজনা করবে সলমনেরই প্রযোজনা সংস্থা।
প্রথমে এই ছবির প্রস্তাব শাহরুখকে দেওয়া হয়। তবে ছবিতে তাঁর চরিত্র কম গুরুত্বপূর্ণ বলে সে ছবি বাতিল করেন শাহরুখ। আগামী বছরই সলমনকে অনস্ক্রিনে দেখা যাবে ‘অন্তিম’ এ।