দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী সারা আলি খান ও অক্ষয় কুমারের নতুন জুটি থাকছে ‘আতরঙ্গি রে’ ছবিতে। ছবির কাজ জোড় কদমে চলছে। এরই মধ্যে আগরায় তাজমহলে কাজের সূত্রে যান এই জুটি। সেখানেই আড্ডা জমে সারা ও অক্ষয়ের। তবে সারার শায়েরি অদ্ভুদ শায়েরি শুনে অক্ষয় মজাদার মন্তব্য করেন। অভিনেতার কথায়, “এর থেকে জঘন্য কবিতা আজ পর্যন্ত শুনিনি।”
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন সারা আলি খান। সেখানেই অক্ষয় ও সারা তাজমহলের সামনে দঁড়িয়ে আসর জমিয়েছেন। সারা কবিতার ছলে বলতে শুরু করেন, “তো দর্শকগণ আমাদের সাথে আছে একজন ঐতিহাসিক অতিথি, প্রেসেনটিং শাহজাহান। এখন আমি অনুরোধ করছি ঐ দিকে (তাজমহলের দিকে) দেখার জন্য। যদিও কুমার মহাশয় (অক্ষয়) এইদিকে আছে।”
এই কবিতার চেষ্টাই ব্যর্থ হয়েছে সারার। ভিডিওতে মুঘল সম্রাট শাহজাহানের বেশে অক্ষয়ের এই কবিতা ঠিক পছন্দ হয় নি। তাই সারা যখন অনুরোধ করেন, “একটু হাসুন তো!” তখন অক্ষয়ের জবাব হয়, “যেমনটা আপনারা দেখলেন, ইনি কবিতা বানানোর চেষ্টা করল। কিন্তু এর থেকে জঘন্য কবি আজ পর্যন্ত শুনিনি। কিন্তু চেষ্টা করলে হারবে না। করে যাও।”
আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ ছবি আদতে একডি রোম্যান্টিক কমেডি। ছবিতে দক্ষিনী অভিনেতা ধনুষও রয়েছেন। ধনুষ লকডাউনের আগেই তাঁর শ্যুট সম্পূর্ণ করেছিলেন। আগামী বছরই মুক্তি পাবে এই ছবি। অক্ষয়ের খাতে এখনও ‘সূর্যবংশী’, ‘বেলবটম’ ইত্যাদি ছবি রয়েছে। অক্ষয় কুমার ও সারার নতুন জুটির জন্য উদ্বিগ্ন রয়েছে দর্শক মহল।