দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা অর্জুন রামপাল ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর(এনসিবি) মধ্যে টানাপোড়েন চলছেই। এবার ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল। অভিনেতার থেকে বাজেয়াপ্ত হওয়া ওষুধ নাকি তাঁর কুকুরের। এমনটাই বয়ান দিয়েছেন রামপাল। তবে এনসিবি সূত্রের খবর, ওষুধ বাজেয়াপ্ত করার পরেই প্রেসক্রিপশন তৈরি করিয়েছেন অভিনেতা।
অর্জুন রামপালের বাড়ি থেকে কিছু নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করার পর অভিনেতাকে জেরা করে এনসিবি। অভিনেতা জানান, তিনি চিকিৎসকের পরামর্শেই ঐ সমস্ত ওষুধ গ্রহণ করেন। পরে প্রেসক্রিপশন দেখানো হলে জানা যায় তিনি পরিবারেরই এক সদস্যের থেকে ভুয়ো প্রেসক্রিপশন তৈরি করিয়েছেন। সম্প্রতি ফের অভিনেতাকে জেরা করা হলে তিনি জানান ঐ সমস্ত ওষুধ আসলে তাঁর কুকুরের। সঙ্গে আরও কিছু ওষুধ তাঁর বোনের অ্যানেগ্জাইটির ওষুধ।
তবে এই বিষয়ে এনসিবির এক আধিকারিক জানান, অভিনেতার বাড়ি থেকে ওষুধ বাজেয়াপ্ত হওয়ার অনেক পরে ঐ সমস্ত প্রেসক্রিপশন তৈরি করা হয়েছে। রামপালের বয়ানে জল্পনা চলছেই। আপাতত রেহাই পাচ্ছেন না অভিনেতা। খবর, সন্দেহজনক কিছু প্রমাণ মিললে গ্রেপ্তার করা হতে পারে অভিনেতাকে।
এর আগে রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলাকেও জেরা করে এনসিবি। গ্যাব্রিয়েলার ভাইকে গ্রেপ্তার করা হয়। তাঁর ফোন থেকে অর্জুন নামের এক ব্যক্তির ম্যাসেজও পাওয়া যায়। তবে পরে জানা যায় সেই অর্জুন অভিনেতা নন তিনি অন্য আর একজন ব্যক্তি।