দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘ধমাকা’ ছবির প্রথম প্রস্তাব দেওয়া হয় কৃতি স্যাননকে। তবে সে ছবি বাতিল করে দেন অভিনেত্রী। পরে সেই ছবিতে নেওয়া হয় কার্তিক আরিয়ানকে। তবে সেই ছবি না করার কোনো কারণ দেন নি অভিনেত্রী। এই নিয়েই প্রশ্ন উঠছে একাধিক মহলে। প্রশ্ন, অভিনেত্রী কোনো কারণ না দিয়েই কেন ছবি করলেন না?
আরও পড়ুন:মিশন মজনুর হাত ধরে বলিউডে পা দিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা
আসন্ন ‘ধমাকা’ ছবিটির পরিচালনার দায়িত্ব ছিল রাহুল ঢোলাকিয়ার উপর। তবে কারণবশত তার বদল ঘটে। ছবির প্রযোজনা দল রাম মাধবানীকে ঐ ছবি বিক্রি করে দেয়। ফলে রাম মাধবানীই ঐ ছবির পরিচালনা করবেন বলে ঠিক হয়। অন্য দিকে ছবি কাস্টের বিষয়েও প্রথমে কার্তিক আরিয়ান ছিলেন না। ছবির প্রস্তাব প্রথমে কৃতি স্যাননকে দেওয়া হয়েছিল। খবর, কোনো যথাযথ কারণ না দেখিয়েই অভিনেত্রী ছবিটি করবেন না বলে জানান। ‘লুকা ছুপি’ ছবিতে কার্তিক ও কৃতিকে একত্রে দেখা গিয়েছিল। এবার কৃতির বদলে কার্তিক থাকছেন ছবিতে। ছবির লুকও শেয়ার করা হয় সম্প্রতি। যেখানে কার্তিককে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাচ্ছে।
কৃতি স্যাননের কারণ ছাড়াই ছবি বাতিল নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বহু ক্ষেত্রে ‘আনপ্রফেশনাল’ও বলা হচ্ছে অভিনেত্রীকে। খবর, আগামী ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে কৃতিকে। ছবিতে প্রভাস ও সইফ আলি খানও থাকছেন। যদিও ছবির কাহিনী নিয়ে বিতর্ক রয়েছে। সইফের কিছু আপত্তিকর মন্তব্য চটেছিল একদল নেটিজেন।