বড় লোকেদের বড়দিন এল
গরিবের তাতে কিবা এসে গেল।
তফাৎ কি আছে বড় আর ছোট দিনে
তাদের কাছেতো একই দিন সেই
রাত কেটে দিন শুরু না হতেই
আবর্জনার স্তূপ সরিয়েই খাবার আনবে কিনে।
কেক খেয়ে তার কাজ নেই আর
মুখ চেয়ে আছে পুরো পরিবার
কখন আবার দুমুঠো খাবার জোটে।
স্যান্টারা তাই আসে না এখানে
কেক চকোলেট দুরাশা যেখানে
তারা তো শুধুই ফ্ল্যাটের পিছনে ছোটে।
বুভুক্ষু পেট মানে না পরব
তাই তিতকুটে যত উৎসব
পেট ভরলেই আনন্দে চোখ বোজে।
কেক – পেস্ট্রি – আলোর ঠিকানা
ওদের জীবনে এখনও অচেনা
অন্ধকারেই আলোর ঠিকানা খোঁজে
আলো ঝলমলে পঁচিশ তারিখ
আতস বাজিতে খুশীর ঝিলিক
কত হুল্লোড় রোশনাই গায়ে মেখে
তার থেকে দূরে দৃষ্টি ফেরালে
জোনাকির আলো স্বাগত জানাবে
অচেনা অজানা কালো বস্তির থেকে।