এক যে ছিল মরা
ছুলেছালে তাকে আমি
বানিয়ে দিলাম ছড়া।
চলার জন্য পা দিলুম,
বলার জন্য রা দিলুম
খাবার জন্য মুখ
সাহস ঠাসা বুক।
যত্ন করে মগজ ঘরে
ঢুকিয়ে দিলুম ঘি!
বাকি রইলো কি?
চোখ বানালাম ফোলাফোলা
রাস্তা দেখাই সোজা।
সেই যে মরার সঙ্গে ছড়ার
বৃথাই ত মিল খোঁজা।
সেদিনে তার ব্যভার দেখে
হয়ে গেলুম হাঁ।
সেই যে ছড়া আজকে আমায়
চিনতে পারে না!