দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ২০১৭ সালের ‘বিক্রম বেদা’র রিমেকে প্রথমে আমির খান থাকার কথা হলেও তার বদল ঘটেছে। ছবিতে হৃত্বিক রোশন ও সইফ আলি খান থাকবেন বলে জানা যাচ্ছে। পুষ্কর-গায়াত্রিই ছবির রিমেকেরও পরিচালনা করবেন বলে খবর। হৃত্বিক ও সইফকে ২০০২ সালের ‘না তুম জানো না হাম’ ছবিতেই একত্রে দেখা গিয়েছিল। এবার ফের দেখা যাবে ‘বিক্রম ভেদা’র রিমেকে।
২০১৭ সালের এই তামিল ছবি আসলে পুরান কাহিনী বিক্রম-বেতালের গল্পকে কেন্দ্র করে তৈরি করা হয়। ছবিতে আর মাধবান বিক্রম নামের পুলিশ অফিসারের চরিত্রে ছিলেন। অন্যদিকে বেদার চরিত্রে ’96’ খ্যাত বিজয় সেতুপতি ছিলেন। যা একটি গ্যাংস্টারের ভূমিকা ছিল। খবর, এই ছবির রিমেকে পুলিশ অফিসারের চরিত্রে থাকবেন সইফ আলি খান। অন্যদিকে গ্যাংস্টারের চরিত্র করবেন হৃত্বিক। প্রথমে হৃত্বিকে যায়গায় আমির থাকার কথা ছিল। তবে সূত্রের খবর, হৃত্বিকই থাকছেন বেদার চরিত্রে।
আরও পড়ুন:নিজের বিকিনি ছবিকে ‘ভৈরবী’ মায়ের সঙ্গে তূলনা করে সমালোচনার ফাঁদে কঙ্গনা
এই ছবি ছাড়াও হৃত্বিকের খাতে রয়েছে ‘ওয়র টু’ সহ ‘কৃশ ফোর’ ও ওটিটি ওয়েব সিরিজ ‘নাইট ম্যান’। সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার্স’ নামেরও একটি ছবি রয়েছে হৃত্বিকের তালিকায়। অন্যদিকে সইফ তাঁর ‘আদিপুরুষ’ ও ‘তান্ডভ’ প্রজেক্টে ব্যস্ত রয়েছেন। উভয় অভিনেতার চরিত্রের বৈচিত্র্য রয়েছে প্রত্যেক ছবিতেই। দর্শক মহলে উৎসাহ বাড়ছে একাধিক গোছের চরিত্র দেখার জন্য।