দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় মাস সম্পূর্ণ হয়েছে। তদন্ত সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এর হাতে রয়েছে পাঁচমাস ধরে। এখনও পর্যন্ত কোনো ফলাফল পেশ করেনি সিবিআই। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ। সরাসরি সিবিআইয়ের কাছে অনুরোধ করলেন যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করার জন্য।
অভিনেতার রহস্য মৃত্যুর পরই মহারাষ্ট্র পুলিশ আত্মহত্যা বলে ঘোষণা করে। দীর্ঘ এক মাস পুলিশি তদন্ত চলার পর সিবিআই তদন্তের দায়িত্ব নয়। পাঁচ মাস হয়ে গিয়েছে সিবিআই তদন্তের। এখনও পর্যন্ত কোনো যথাযথ ফলাফল পেশ করে নি সিবিআই। সুশান্ত ভক্তদের ন্যায় বিচারের স্বর চড়া তো ছিলই। এবার তা আরও জোড় পেল মহারাষ্ট্রের গৃহমন্ত্রীর সরাসরি আবেদনে।
খবর, অনিল দেশমুখ সিবিআইয়ের কাছে অনুরোধ করেন, “পাঁচ মাস হয়েছে সুশান্তের মৃত্যুর তদন্তের। এখনও পর্যন্ত কোনো ফলাফল পেশ করেনি সিবিআই। সিবিআইয়ের চাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করুক।”
আরও পড়ুন: দেবের জন্মদিনে রুক্মিণীর সারপ্রাইজ
মহারাষ্ট্র পুলিশি তদন্তে একপেশে তদন্তের অভিযোগ উঠেছিল। এ নিয়ে মহারাষ্ট্র পুলিশ ও বিহার পুলিশের সঙ্গে বিবাদও বাঁধে। পরে মহারাষ্ট্র সরকারের দিকেও আঙুল ওঠে। টানাপোড়েন শুরু হয় বিজেপী ও শিবসেনার মধ্যে। এবার গৃহমন্ত্রীর বক্তব্যে ফের স্বরগরম হয়েছে একাধিক মহলে।