দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলায় সম্প্রতি মহারাষ্ট্র গৃহমন্ত্রী সিবিআইকে অনুরোধ করেন রিপোর্ট পেশ করার জন্য। স্বরগরম ছিল একাধিক মহলে। এবার অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর (Reha Chakrabarty)তরফ থেকেও এই প্রসঙ্গে বয়ান এল সিবিআইয়ের উদ্দেশ্যে। দাবি, “এত কিছুর পর সত্যিটা বদলে যায় নি তো!”
মাদক মামলায় গ্রেপ্তারির পর থেকে রিয়ার তরফ থেকে কোনো বক্তব্য পেশ করা হয় নি। তবে সম্প্রতি অভিনেত্রীর আইনজীবী সতীশ মানিসিন্দে (Satish Manisindhe) একটি বয়ান দেন। বলেন, “পাটনাতে রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে এফআইআর দায়ের করা হয়। মুম্বই পুলিশ, ইডি, সিবিআই, এনসিবি তদন্তের দায়িত্ব নেয়। রিয়াকে প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করে এনসিবি। রিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি বেআইনীভাবে ঔষধী দিতেন সুশান্তকে। আর সেই কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে। তার পরে তদন্তের কোনো রিপোর্ট নেই। এত কিছুর পর সত্যিটা বদলে যায় নি তো! যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করুক সিবিআই।”
আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘মা’ সিরিয়াল খ্যাত পরিচালক দেবীদাস ভট্টাচার্য
অভিনেতার মৃত্যুর পর থেকেই রিয়ার দিকে আঙুল ওঠে। কখনও সুশান্তের অ্যাকাউন্ট থেকে অর্থ পাচার প্রসঙ্গে, কখনও মাদক চক্রে। পুলিশি তদন্তের সময় সিবিআই (CBI) তদন্তের দাবিও করেছিলেন অভিনেত্রী। মাদক চক্রে গ্রেপ্তারির পর রিয়ার কোনো বয়ানই আসে নি। সম্প্রতি রিয়ার আইনজীবীর বয়ান ফের উসকে দিয়েছে বিতর্ক। ফের ভক্তমহলে ন্যায়বিচারের সুর তীব্রতর হয়েছে আগের তূলনায়।