দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিষ বছরের শিল্পী মৃত্যু মিছিলের অন্যতম সদস্য তিনিই। ‘আংরেজী মিডিয়াম’ ছবিতেই ক্যারিয়ারের ইতি টানেন। তবে ফের তাঁকে বড়ো পর্দায় দেখার সুযোগ পাচ্ছে ভক্ত মহল। কথা হচ্ছে আন্তর্জাতিক অভিনেতা ইরফান খানের। ২০১৭ সালের ‘দ্য সং অফ স্করপিয়নস’ এর থিয়েটর রিলিজ হবে আগামী বছরের জানুয়ারীতেই। শেষবারের মতো ফের দেখা যাবে ইরফান খানকে।
২০১৭ সালে অনুপ সিং পরিচালিত ‘দ্য সং অফ স্করপিয়নস’ ছবিটি সুইজারল্যান্ডের ৭০’তম লোকার্নো ফিল্ম ফেস্টিভেলে দেখানো হয়। ছবিটি থিয়েটারে রিলিজ করা হয় নি। তাই ছবি দেখেনি অনেক দর্শকই। এই ছবিতে ইরফান একজন উট প্রশিক্ষকের ভূমিকায় রয়েছেন। এছাড়া ইরানিয়ান অভিনেত্রী গলশিফতে ফারহানিও রয়েছেন ছবিতে। আছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানও। খবর, আগামী নতুন বছরে প্যানারোমা স্পটলাইট ও ৭০’তম এম টকিস সংস্থা দুটি ইরফানের শেষ ছবি রিলিজ করবে থিয়েটরে।
ছবির নির্মাতা দলের অভিষেক পাঠক বলেন, “ইরফান স্যারের ছবিকে থিয়েটারে মুক্তির মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি।”
আরও পড়ুন:অ্যাকশন স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা জন আব্রাহাম
ইরফান খান চলতি বছর এপ্রিলে প্রয়াত হন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ইতি টেনে পরলোক গমন করেন অভিনেতা। তাঁর শেষ ছবি ছিল ‘আংরেজি মিডিয়াম’। ছবিতে করিনা কপুর খান,রাধিকা মাদান ও ডিম্পেল কাপাড়িয়াও ছিলেন। ‘সালাম বোম্বে!’ থেকে যাত্রা শুরু করে ‘এক ডাক্তার কি মৌত’, ‘মাদারি’, ‘হ্যায়দার’, ‘তালভার’ ইত্যাদির মতো সেরা ছবির তালিকায় নাম লেখান অভিনেতা। এছাড়া ‘স্লাম ডগ মিলেনিয়র’, ‘দ্য নেম সেক’, ‘লাইফ অফ পাই’এর মতো আন্তর্জাতিক স্তরের ছবিও রয়েছে ইরফান খানের খাতে।