দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ‘ফোর্বস’ আগেই অক্ষয় কুমারকে এই বছরের সবথেকে ধনি অভিনেতার মুকুট পড়িয়েছে। অভিনেতা এবার সেই মুকুট বজায় রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ফের ছবি তৈরির পারিশ্রমিক বাড়ালেন অক্ষয়। বছরের শুরুতেই অভিনেতা পারিশ্রমিক বাড়িয়েছিলেন। তবে তার থেকেও অনেক অংক বাড়ালেন আবার। এবারে প্রত্যেক ছবির জন্য ১৩৫ কোটি টাকা নেবেন অক্ষয়।
২০২০ র শুরুতেই অভিনেতা পারিশ্রমিক বাড়িয়ে করেন ১০২ কোটি টাকা। পরে তা আরও বাড়িয়ে দেন অভিনেতা। ছবি প্রতি ১২৩ কোটি টাকা নিচ্ছিলেন অক্ষয়। তবে বছরের শেষে ফের সংখ্যা বাড়ালেন খিলাড়ি। আগামী ২০২২ এর সমস্ত ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নেবেন অক্ষয়। যে সমস্ত ছবির কাজ শুরু হয়েছে কিংবা কাজের সময় স্থির হয়ে রয়েছে সেই সমস্ত ছবির পারিশ্রমিক আগের মতোই থাকবে। কিন্তু ২০২২ থেকে ছবি প্রতি ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে অভিনেতাকে। তবে তাঁর ঘনিষ্ট বন্ধু তথা প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ার জন্য পারিশ্রমিকে বেশ কিছুটা ছাড় দিয়েছেন অভিনেতা।
অভিনেতার খাতে এখন একাধিক ছবি রয়েছে। সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবির কাজ চলছে। এই ছবিতে অক্ষয় কেমিও করেছেন। যার জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া অভিনেতার তালিকায় রয়েছে ‘বেল বটম’, ‘সুর্যবংশী’,’রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশন লায়ন’ ইত্যাদি ছবি।
সম্প্রতি অক্ষয় জন ধনি অভিনেতার মধ্যে তম স্থানে রয়েছেন। অভিনেতার চলতি বছরের উপার্জন ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৫৬ কোটি টাকা।
আরও পড়ুন:‘এত কিছুর পর সত্যিটা বদলে যায় নি তো!’ সুশান্ত মামলায় রিয়ার তরফ থেকে বয়ান