দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বছর শেষে খুশির খবর এলো দক্ষিণী সুপারস্টার বিজয়ের ভক্তদের জন্য। বিজয়ের সর্বাধিক-প্রতীক্ষিত আসন্ন ছবি “মাস্টার” ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পরিচালক লোকেশ কণাগরাজ ছবিটির মুক্তির তারিখ সহ ছবিটির পোস্টার টুইটারে শেয়ার করছেন। জানা যাচ্ছে, গত ন’মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এটি প্রথম বিগ-বাজেটের ছবি হতে চলেছে।
“মাস্টার” বানিজ্যিক বিনোদনকারী হিসেবে তামিল, তেলেগু এবং হিন্দি তিনটি ভাষায় মুক্তি পাবে। তামিল ও তেলুগু সংস্করণ ১৩ ই জানুয়ারি মুক্তি পাবে, হিন্দি সংস্করণটি আসবে ১৪ই জানুয়ারি ।
আরো পড়ুন:এবার করোনার থাবা দক্ষিণী তারকা রাম চরণের উপর! টুইটে এ কি বললেন অভিনেতা?
রবিবার (২৭শে ডিসেম্বর) অভিনেতা বিজয় চেন্নাইয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদির সাথে তার বাসভবনে সাক্ষাত করেছেন। মুখ্যমন্ত্রী দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিজয় তাকে মাস্টারকে মুক্তির জন্য সহায়তা করার অনুরোধ করেছিলেন। জাভিয়ের ব্রিটো দ্বারা প্রযোজিত “মাস্টার”-এ, বিজয়, বিজয় শেঠুপতী, মালাভিকা মোহনন, আন্দ্রে জেরেমিয়া, শান্তনু ভাগ্যরাজ এবং অর্জুন দাসের মতো জনপ্রিয় তারকাদের দেখা যাবে।
এর আগে অভিনেতা বিজয়কে “মার্শাল”,” সরকার “,” পুলী”,”কুরুভি”, “খুশি”, ” থালাইভা”-র মতো আরও অনেক জনপ্রিয় সিনেমায় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে। তার এই বহুল প্রতিক্ষিত ছবিটির অবশেষে মুক্তির জন্য দর্শকমহল অত্যন্ত উৎসুক হয়ে আছে।