দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রকুল প্রীত সিং। নিজেই সে খবর জানান সোশ্যাল মিডিয়ায়। তবে নতুন বছর সুস্থ শরীরেই শুরু করছেন অভিনেত্রী। রকুল জানান তাঁর রিপোর্ট করোনা নেগেটিভ। এখন একেবারেই সুস্থ রয়েছেন অভিনেত্রী। শীঘ্রই কাজে ফিরবেন বলেও জানা যাচ্ছে।
গত সপ্তাহে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, “আমি সকলকে জানাচ্ছি আমি করোনা পজিটিভ। তবে সুস্থ রয়েছি। গত কিছুদিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে করোনা পরীক্ষার জন্য অনুরোধ করছি।” দীর্ঘ এক সপ্তাহ আইসোলেশনে থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একইভাবে অ্যাক্টিভ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি রকুল নিজেই কোভিড নেগেটিভের খবর জানান ভক্তদের কাছে। লেখেন, “আমি সকলকে জানাচ্ছি আমি কোভিড নেগেটিভ। এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ। খুবই উৎসাহ বোধ করছি নতুন বছরকে নতুনভাবে শুরু করার জন্য।” পাশাপাশি অভিনেত্রী সকলকে করোনা রোধের জনূয সমস্ত নিয়ম মেনে চলার অনুরোধ করেন।
আরও পড়ুন:এবার অক্ষয় কুমার ছবি প্রতি ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন
অভিনেত্রী এই মুহুর্তে ‘মে ডে’র ছবির কাজে ব্যস্ত। ছবিতে অমিতাভ বচ্চনও রয়েছেন। ছবিতে রকুল একজন বিমান চালিকার চরিত্রে রয়েছেন বলে খবর। এছাড়া আরও একটি ছবি রয়েছে রকুলের খাতে। সেই ছবিতে অর্জুন কপুর, আদিতি রাও হায়দারি ও জন আব্রাহামকেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। খবর, ছবির পরিচালনা করবেন অজয় দেবগণ। অভিনেত্রীকে শেষবার অজয় দেবগণ ও তব্বুর সঙ্গে ‘দে দে প্যায়ার দে’ ছবিতেই দেখা গিয়েছিল। হিন্দি ছবি ছাড়াও একাধিক দক্ষিনী ছবিও করেছেন রকুল। ‘ইয়ারিয়া’ ছবির মাধ্যমেই বলিউডে প্রবেশ রকুলের।