দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা? এখনও জানায়নি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। তবে সুশান্ত ভক্তদের প্রথম দিন থেকেই ন্যায় বিচার চাওয়ার সুর একইরকম তীব্র। কখনও সোশ্যাল মিডিয়া আন্দোলন, কখনও বা স্টারকিড বয়কটের মাধ্যমে সুর চড়িয়ে এসেছে। এবার সরাসরি সিবিআই হেডকোয়ার্টারের সামনে আন্দোলন করল সুশান্ত ভক্তেরা। সিবিআইয়ের উদ্দেশ্যে ‘জবাব দো’ স্লোগান দিয়ে চলল আন্দোলন। উদ্দেশ্য একটাই ন্যায় বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই।
সম্প্রতি সুশান্তের বন্ধু গণেশ হিবরকার টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে বালিকা-বালক থেকে শুরু করে যুবক-যুবতী মিলে একাধিক প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে। হাতে রয়েছে প্রয়াত অভিনেতার ছবি। স্লোগান, ‘সিবিআই জবাব দো’। দিল্লি সিবিআই হেডকোয়ার্টারের সামনে এই আন্দোলন চলে। প্রায় পঞ্চাশ জন মিলে আন্দোলন করেন। ভক্তদের চারজন অফিসে ঢুকলে সিবিআইয়ের তরফ থেকে নিশ্চিতি দেওয়া হয় দু-তিনদিনের মধ্যে তাঁরা খবর পাবেন সিবিআই কাজ করছে কি না।
ছয় মাস হয়েছে সুশান্তের মৃত্যুর। সিবিআই, এনসিবি, ইডি তিন তদন্তকারী দল মিলে তদন্ত চালাচ্ছে। এখনও কোনও যথাযথ রিপোর্ট পেশ করা হয় নি। সম্প্রতি মহারাষ্ট্র গৃহমন্ত্রী অনিল দেশমুখ সিবিআইয়ের কাছে অনুরোধ করেন ফলাফল পেশের জন্য। ভক্তমহল অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ। মহারাষ্ট্র পুলিশ প্রথমে আত্মহত্যা ঘোষণা করলেও পরে সিবিআইয়ের তরফ থেকে কোনো বয়ান আসে নি। বহুক্ষেত্রে অভিনেতার মৃত্যুর সঙ্গে ও তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘দ্য সং অফ স্করপিয়নস’এ ইরফান খানকে শেষবারের মতো দেখা যাবে সিলভার স্ক্রিনে