দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পাঞ্জাব কৃষকদের সঙ্গে কঙ্গনা রনওয়াতের টানাপোড়েন লেগেই রয়েছে। অভিনেত্রীর একের পর এক আক্রমণাত্মক টুইট পাঞ্জাব কৃষকদের ক্রোধ বাড়িয়েছে। কঙ্গনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের তো হয়েছেই। এবার অভিনেত্রীর ছবি বয়কটের সুর তুলল পাঞ্জাব কৃষকরা। পাঞ্জাবে চলবে না কঙ্গনার কোনো ছবি। অভিনেত্রীর বয়কটের দাবি উঠল কৃষক মহলে।
টুইট লড়াইয়ে কঙ্গনা ও দিলজিৎ দোসাঞ্জের লড়াই সর্বেসর্বা। একের পর এক কড়া বার্তা দুই পক্ষেরই। কঙ্গনার প্রতি প্রথম থেকেই নারাজ পাঞ্জাব কৃষকেরা। এবার সেই ক্ষুব্ধতা কর্মে দেখাতে সরব পাঞ্জাব কৃষক গোষ্ঠী। অভিনেত্রী, আন্দোলনরত এক বৃদ্ধাকে ‘শাহিনবাগ’ এর ‘বিলকিস’ দাদি বলে সম্মোধন করেন। শুধু তাই নয়, ‘একশো টাকায়’ পাওয়া যায় তাঁদের। এই কটাক্ষও করেন অভিনেত্রী। এরপর থেকেই সূচনা কৃষক-কঙ্গনার টানাপোড়েন। দিল্লি শিখ গুরুদ্বারার আধিকর্তা মঞ্জিন্দর সিং শির্ষা মামলাও করেন অভিনেত্রীর বিরুদ্ধে। তবে এবার আর প্রশাসন নয়। এবার বয়কট করা হবে অভিনেত্রীর ছবি। পাঞ্জাব সিনেমা কমিটির বৈঠকে স্থির করা হয় কঙ্গনার কোনো ছবি দেখানো যাবে না পাঞ্জাবে। সম্পূর্ণ রূপে বয়কট করা হবে অভিনেত্রীকে।
এর আগে সুশান্ত মামলায় বিহারে এইরূপ দাবি তোলা হয়। সলমন, আলিয়া ভট্ট ও করণ জোহারের ছবি বয়কটের সুর ওঠে। দায়ের হয় একাধিক মামলা। এবার কঙ্গনার প্রতি ক্ষোভ পাঞ্জাবের। অভিনেত্রীর আগামী ছবি ‘থালাইবি : দ্য বিভলিউশনারি লিডার’ এর কাজে ব্যস্ত। তামিলনাড়ুর প্রাক্তণ মুখ্যমন্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী জয়ললীতার রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি। জয়ললীতার চরিত্র করছেন কঙ্গনা।