দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিষ বছরের শেষে ইতি টানেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘আমার আর্তনাদ’, ‘শ্রাবণের ধারা’, ‘নিমফুল’ এইসমস্ত ছবিতেই শেষবারের মতো দেখা গিয়েছিল ফেলুদাকে। তবে পরের বছরের জন্যও উপহার রেখে গিয়েছেন সৌমিত্র বাবু। অপুকে আরও দুই ছবিতে দেখতে পাবে ভক্তমহল। ‘বেলাশুরু’ থেকে শুরু হবে নতুন বছর। সঙ্গে থাকবে ‘তখন কুয়াশা ছিল’।
২০১৫র ‘বেলা শেষ’এর সিকুয়েল ‘বেলাশুরু’র শ্যুটিং বহুদিন আগেই শেষ হয়। চলতি বছর মে মাসে মুক্তি পাওয়ার কথা হলেও তা আর হয় নি। খবর, আগামী বছর ১৯ শে জানুয়ারি সৌমিত্রবাবুর জন্মদিনে মুক্তি পাবে ‘বেলাশুরু’। শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় পরিচালনা করেছেন এই ছবি।
অন্যদিকে ১৯৮৫ র সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস ‘তখন কুয়াশা ছিল’ অবলম্বনে তৈরি হয়েছে আর একটি ছবি। শৈবাল মিত্র পরিচালিত এই ছবিতে সৌমিত্র চ্যাটার্জী ছাড়াও থাকছেন শ্বাশ্বত চট্টপাধ্যায়, বাসাদত্ত চট্টোপাধ্যায় ও অঙ্কিতা মজুমদার। এর হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভেলে এই ছবি দেখানো হয়। তবে আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন:মুক্তি পেল অভিনেতা জয়মের ২৫ তম ছবির ট্রেলার
গত ১৫ নভেম্বর করোনায় আক্রান্তের পাশাপাশি একাধিক শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ে ইতি টেনে পরলোক গমন করেন সৌমিত্র চট্টপাধ্যায়। যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত একের পর এক আইকনিক চরিত্র তথা ছবি উপহার দিয়ে গিয়েছেন ভক্তদের। রয়েছে তাঁর স্বরের নাটকও। লিখেছেন একাধিক কবিতাও। তাঁর শেষ দুই ছবির অপেক্ষায় চাতকের মতো চেয়ে ভক্তমহল।