দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁর বেবি বাম্প ফ্লন্টের ছবি নিয়ে ফের হাজির সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে শুধু ইনস্টাগ্রাম বা টুইটারে নয়। সরাসরি কভার পেজে যায়গা নিলেন অভিনেত্রী। অধিনায়ক বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্যারেন্টিং নিয়েও আগ্রহী ভক্ত মহল। সে বিষয়েও প্ল্যানিং শেয়ার করেছেন সাক্ষাৎকারে। সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের কভার পেজে অভিনেত্রীর ছবি প্রকাশ পায়। অনুষ্কা অন্তসত্ত্বার মুহুর্ত রাখতে চান। তাই কভার পেজে নিজের বেবি বাম্প ফ্লন্ট ক্যামেরা বন্দি করেছেন।
সম্প্রতি ম্যাগাজিনের কভার পেজে শেয়ার করে অনুষ্কা লেখেন, “এটা সারা জীবনের জন্য ক্যামেরাবন্দি করলাম ।” ছবিতে অভিনেত্রীর পড়নে রয়েছে লম্বা ঘিয়ে রঙের কোর্ট এবং ব্রালেট সঙ্গে ফ্লেয়ার্ড প্যান্ট। অভিনেত্রীর প্রেগনেন্সির কথা প্রথমে কেউ জানত না। এবিষয়ে মজাদার কিছু বক্তব্য রাখেন অনুষ্কা।


আরও পড়ুন:আপনি কি এই খাবারগুলি গরম করে খান! তাহলে আপনিও পড়তে পারেন ঘোর বিপদে
অনুষ্কা ও বিরাট কিভাবে চুপিসারে ডাক্তারের কাছে যেতেন লকডাউনের বাতাবরণে সে বিষয়ে জানান। কেউই তাঁর অন্তসত্ত্বার খবর জানত না। ‘বুলবুল’ ওয়েব সিরিজের কাজের সময় একটি মজাদার ঘটনাও ঘটে অভিনেত্রীর সঙ্গে। তাঁর কথায়, “‘বুলবুল’ এর কাজে একটি ভিডিও কনফারেন্সে হঠাৎই শরীরটা খারাপ করে। আমি সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে আমার ভাইকে (কর্ণেশ শর্মা) ফোন করি। ওকে বলি কিছুক্ষণ ভিডিও থামানোর জন্য। এটা শ্যুটিং সেটে হলে সবাই জানতে পেরে যেত।”
পাশাপাশি অভিনেত্রী ভবিষ্যতে তাঁর সন্তানের কিভাবে যত্ন নেবেন সে বিষয়েও জানান। এরই মধ্যে একটি ছোটো নার্সারিও তৈরি করছেন তারকা দম্পত্যি। তিনি ছেলে কিংবা মেয়ে সন্তানের কথা আলাদা করে ভাবেননা। সবাইই তাঁর কাছে এক। এও জানান অভিনেত্রী। খবর, আগামীবছর মে মাস থেকেই কাজে ফিরবেন অভিনেত্রী।