দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টেলিভিশন অভিনেত্রী শ্রুতি শেঠ গুরুতর অসুস্থ। জটিল অস্ত্রপাচার হয়েছে অভিনেত্রীর। হাসপাতালের বেডে শোয়া অবস্থায় ছবি শেয়ার করলেন অভনেত্রী। সঙ্গে সকলকে কোনো অসুস্থতাকে অগ্রাহ্য না করার পরামর্শ দেন শ্রুতি। বছর শেষের এই বিপদে দুঃখ প্রকাশ করেছেন। সঙ্গে সকলের শুভকামনার জন্য খুশিও অভিনেত্রী।
ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবিশেয়ার করে একটি লম্বা লেখা লেখেন শ্রুতি। তাঁর কথায়, বছরের শেষে তাঁর পরিবার একটা বড়ো বিপদের সম্মুখীন হল। নতুন বছরের তাঁর সমস্ত পরিকল্পনা এখন বাতিল।অভিনেত্রী ব্যঙ্গ করে লেখেন, নতুন বছর তাঁকে একটি নতুন উপহার দিল, শরীরে কাটার দাগ। এছাড়া তিনি সকলকে পরামর্শ দিয়েছেন কোনো অসুস্থতাকেই যেন অগ্রাহ্য না কর কেউ। পাশাপাশি সকলকে স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপদেশও দেন। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের তাঁকে সেবা করার জন্য অনেক ধন্যবাদ জানান শ্রুতি। পাশাপাশি ভক্তদের থেকে পাওয়া শুভকামনাতেও কৃতজ্ঞ অভিনেত্রী। খবর, বেশ কিছুদিন বিশ্যামে থাকবেন নায়িকা। সম্পূর্ণ সুস্থ হলেই কাজে ফিরবেন অভিনেত্রী।


আরও পড়ুন:বেগুনের ‘নামে’ নয় ‘কাজে’ রয়েছে বহু গুন! জানতেন?
শ্রুতি টেলিভিশনের একাধিক শো’য়ে কাজ করেছেন। এককালীন রেডিও জকিও ছিলেন। ‘শরারাত’, ‘কিউ হোতা হ্যায় প্যায়ার’ সহ ‘দ্য স্যুট লাইফ অফ করণ অ্যান্ড কবির’, ‘দ্য ফরগটেন আর্মি’ ইত্যাদি ধারাবাহিকে কাজ করেন অভিনেত্রী। এছাড়া ‘রাজনীতি’, ‘ফানাহ’, ‘তারা রাম পাম’ ইত্যাদি ছবির জন্যও খ্যাতি রয়েছে নায়িকার। আন্তর্জাতিক ছবি ‘স্লাম ডগ মিলেনিয়র’ এ একটি ছোটো চরিত্রে দেখা যায় শ্রুতিকে। চলতি বছর মুক্তি পাওয়া ‘মেন্টালহুড’ সিরিজেও কাজ করেছেন নায়িকা।