26 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    বলিউড প্রেমীরা জেনে নিন ২০২১ এর প্রতীক্ষিত ছবির ফুল প্যাকেজ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বছরের শেষ। নামই হয়ে রয়েছে বিষ বছর। ভক্তমহল হারিয়েছে একাধিক শিল্পীকে। নতুন বছরে আশা রয়েছে নতুন করে শুরু করার। উপহার হিসেবে রয়েছে একাধিক আসন্ন বলিউড ছবি। তার মধ্যে বহু ছবি  চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা বিপর্যয়ে বদলি হয়েছে একাধিক ছবির মুক্তির তারিখ। বলি পাড়ার প্রেমীরা জেনে নিন আগামী বছর ২০২১ এর সবথেকে প্রতীক্ষিত ছবি কি কি।

    ১. রাধে : মোস্ট ওয়ান্টেড ভাই :

    সলমন খানের কামব্যাক ছবি ‘রাধে : মোস্ট ওয়ান্টেড ভাই’ ২০২১ এর ঈদে মুক্তি পাবে বলে খবর। করোনা আবহে ‘ভাইজান’ ফ্যানেরা অনস্ক্রিন পায় নি সলমনকে। আগামী ঈদের আসছেন সলমন। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে থাকছেন দিশা পাটানি সহ রনদীপ হুডা ও জ্যাকি শ্রফ। 

    ২. পাঠান :

    শাহরুখ ফ্যানেরারাও ‘বাদশাহ’র ছবির জন্য দীর্ঘ দুইবছর অপেক্ষা করেছে। ‘ফ্যন’ই ছিল শেষ ছবি। শাহরুখ সহ দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনিত ‘পাঠান’ আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। খবর, ছবিতে সলমনকেও দেখা যাবে গেস্ট অ্যাপিয়ারেন্সে। ছবির পরিচালনা করেছেন ‘ওয়র’ খ্যাত সিদ্ধার্ত আনন্দ।

    ৩. লাল সিং চড্ডা : 

    ‘দঙ্গল’ এর পর দেখা যায় নি আমির খানকে। ফের দেখা যাবে আমিরকে, আদবেত চন্দন পরিচালিত  ‘লাল সিং চড্ডা’তে। ছবির প্রযোজনা করেছেন আমিরই। আমিরের পাশাপাশি রয়েছেন করিনা কপুর, শরমন জোশী, বিজয় সেতুপতি, মোনা সিং প্রমুখ। খবর, ছবির গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকবেন শাখরুখ খান।

    ৪. সুর্যবংশী :

    রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ মুক্তি পাবে আগামী বছর মার্চে। ছবিতে থাকছেন তিন মহারথী, অক্ষয় কুমার, অজয় দেবগণ ও রনবীর সিং। বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’ এরই একটি ভাগ ‘সুর্যবংশী’।

    ৫.বেলবটম :

    অক্ষয় কুমারের ‘বেল বটম’ এর কাজ বহুদিন আগেই শেষ হয়েছে। ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন ‘ওয়র’ খ্যাত বানী কপুর। করোনা আবহের মধ্যেই ছবির শ্যুটিং আমেরিকায় হয়। সমস্ত রক্ষাকবচ অবলম্বন করে ছবির কাজ চলে।

    ৬.অতরঙ্গি রে :

    আনন্দ এল রায় পরিচালিত ‘অতরঙ্গি রে’ আগামী বছর ফেব্রুয়ারীতে মুক্তি পাবে। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি সারা আলি খান ও দক্ষিনী অভিনেতা ধনুষ থাকছেন। ছবির অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। খবর, ছবির গেস্ট অ্যাপিয়ারেন্সেই রয়েছেন অক্ষয়।

    ৭.ময়দান :

     সাল থেকে  সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজার সায়েদ আব্দুল রহিমের বায়োপিক হল ‘ময়দান’। সায়েদের ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ। ‘বাধাই হো’ খ্যাত অমিত রবীন্দরনাথ পরিচালনা করেছেন এই ছবি।

    আরও পড়ুন :

    ৮.’83 :

    ভারতীয় ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ  এর কাহিনী অবলম্বনে তৈরী ”83′ ও আগামী বছর মুক্তি পাবে। ছবির পরিচালনা করছেন কবির খান। অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রয়েছেন রনবীর সিং। কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। এছাড়া সুনীল গাওয়াস্কারের ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন ও মহিন্দর অমরনাথের চরিত্রে থাকবেন সাকাব সেলিম

    ৯.বচ্চন পান্ডে :

    অক্ষয় কুমার অভিনিত ‘বচ্চন পান্ডে’র ফার্স্ট লুকেই দর্শক মহল উৎসাহী ছিল। এই ছবিও আগামী বছর মুক্তি পাবে। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি থাকছেন পঙ্কজ ত্রিপাটি, কৃতি স্যানন, আর্শাদ ওয়ারসি প্রমূখ।

    ১০.ব্রক্ষ্মাস্ত্র :

    রিয়াল লাইফ জুটি আলিয়া ভট্ট ও রনবীর সিংকে প্রথমবার একত্রে দেখা যাবে ‘ব্রক্ষ্মাস্ত্র’এ।  অয়ন মুখার্জী পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন ও মৌনি রায়কেউ দেখা যাবে।

    এই সমস্ত ছবি ছাড়াও নতুন বছরের তালিকায় রয়েছে অর্জুন রামপালের ‘নেইলপলিশ’, পঙ্কজ ত্রিপাটির ‘কাগজ’, টাইগার শ্রফের ‘হিরোপন্থি টু’, সলমনের ‘অন্তিম’ ইত্যাদি ছবিও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...