দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সাল বিশ্ববাসীর জন্য তো অভিশপ্ত বছর ছিলই। তবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জন্য অতিরিক্ত বিষিয়ে রয়েছে এই বছর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিনেত্রীকে আদালতে চক্কর লাগাতে হয়। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিতে হয়েছিল অভিনেত্রীকে। তবে নতুন বছরে সেই বিষাক্ততাকে নিয়ে এগোবেন না আর রিয়া। শীঘ্রই কাজে ফিরছেন নায়িকা। রিয়ার ঘনিষ্ট বন্ধু রুমি জাফরি এবিষয়ে নিশ্চিতি দিয়েছেন।
২০১৮ সালের ‘জালেবি’ই ছিল রিয়ার শেষ ছবি। বরুন মিত্রের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তারপর আর কোনো ছবিই করেন নি রিয়া। জানা যাচ্ছে নতুন বছরে ‘চেহরে’ ছবিতে কামব্যাক করবেন অভিনেত্রী। এছাড়াও রয়েছে ‘সুপার মাছি’ নামেরও একটি ছবি। রিয়ার বন্ধু রুমি জাফরিই ‘চেহরে’র পরিচালনা করবেন। পরিচালক এ প্রসঙ্গে জানান, “রিয়ার জন্য এই বছর একটা মানসিক আঘাত ছিল। নতুন বছরে নতুনভাবে আসবে রিয়া। ইন্ডাস্ট্রি তাঁকে খোলা হাতে স্বাগত জানাতে তৈরি রয়েছে।”
‘চেহরে’তে ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনকেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। রিয়ার আরও একটি ছবি পুলি বসূ পরিচালিত ‘সুপার মাছি’ও চলতি বছর মুক্তি পাবে।
আরও পড়ুন: বরফ গলছে পূর্ব লাদাখ সীমান্তে! সামরিক বৈঠকেই নাকি মিটমাট ভারত-চীন সমস্যা
সুশান্ত মামলায় সিবিআই, ইডি ও এনসিবির একের পর এক সমন। পরে গ্রেপ্তারি।গোটা চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিপর্যয়ের থেকে কম ছিল না রিয়ার কাছে। তবে হার মানছেন না অভিনেত্রী। যদিও ফ্যানস কিংবা হেটার্স সকলেই রিয়ার নতুন ছবির অপেক্ষয় রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও দুই মহলের উদ্দেশ্যে গলদ রয়েছে বলেই জানা যাচ্ছে।