দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, তাকে প্রায়শই নিজের ছবি এবং ভিডিও ভক্তদের সাথে শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি, অভিনেত্রী তার মায়ের জন্মদিন উদযাপন করেছেন, আর সেই ছবিগুলি তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। কিন্তু জন্মদিনের মূল আকর্ষণীয় বিষয়টি হল, অভিনেত্রী তার মা’কে জন্মদিন সোনার কেক উপহার দিয়েছেন।
এই ছবিগুলি শেয়ার করে উর্বশী রাউতেলা ক্যাপশনে লিখেছেন, “আপনার মাকে তার জন্মদিনে সত্যিকারের সোনার কেক দিয়ে অবাক করে দিন। মা, আমি তোমায় বলতে চাই যে শুধু তুমি ছাড়া আমি কিছুই না। তবে আমি তোমার সাথে আছি।” নেটিজেনরা উর্বশীর এই পোস্টে প্রচুর মন্তব্য করে তাদের ভালোলাগার মতামত দিয়েছেন।


আরো পড়ুন:কৃষক পরিবারের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক “রিমলি”
উর্বশী রাউতেলা সম্প্রতি ‘ভার্জিন ভানুপ্রিয়া’ ছবিতে অভিনয় করেছেন। উর্বশী রাউতেলার একটি মিউজিক ভিডিও ‘ও চাঁদ কাহা লা লাওগি’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। তারআরও একটি মিউজিক ভিডিও ‘তেরি লোড ভী’ মুক্তির জন্যও প্রস্তুত। শুধু তাই নয়, তাঁর তেলেগু ও হিন্দি থ্রিলার চলচ্চিত্র ‘ব্ল্যাক রোজ’ এর শুটিংও শেষ হয়েছে সম্প্রতি।