দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ ৩০ বছরে পা দিলেন। গত ১১ ই জানুয়ারী জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। নওয়াজুদ্দিন সিদ্দিকি সহ সানিয়া মালহোত্রা, সাকিব সালিম, হারশিতা গৌর প্রমূখ অভিনেতাকে দেখা যায় শ্বেতার জন্মদিনের পার্টিতে। তাঁদের ছবি শেয়ারের পাশাপাশি ৩০ বছর বয়স কতটা উপভোগ করার তারও বর্ণণা করেছেন একটি পোস্টের মাধ্যমে।
শ্বেতা বসু জন্মদিনের শুভ মুহুর্তে গ্ল্যামারাস লুক দিয়েছিলেন। মেরুন স্ট্র্যাপি ম্যাক্সি ও লাল লিপস্টিকে নজর কেড়েছেন সকলের। জন্মদিনের একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি সহ সানিয়া মালহোত্রা, সাকিব সালিম, হারশিতা গৌর প্রমূখও রয়েছে। শ্বেতা ‘সিরিয়াস ম্যান’ ছবিতে নওয়াজের সঙ্গে কাজ করেন। অন্যদিকে ‘কমেডি কপিল’ এ সাকিব সালিমের সঙ্গে অভিনয় করেন শ্বেতা। সহপাটীদের নিয়েই অভিনেত্রীর বার্থ’ডে পার্টি সেলিব্রেট হয়। পাশাপাশি অভিনেত্রী ত্রিশ বছরে পা দেওয়ার আনন্দকেও উপভোগ করছেন বলে জানান।
লেখেন, “সবাই ত্রিশ বছর বয়কে কেন ভয় পায় জানি না। আমার তো বেশ লাগছে। এটা একটা অ্যাডভেঞ্চারের মতো।” অভিনেত্রী বয়সকে ওয়েব সিরিজের সঙ্গে তূলনা করে বলেন, “বয়স শুধুমাত্র সংখ্যা। প্রথম দশ বছর সিজন ওয়ান। তারপরের দশ বছর সিজন টু। আর এখন আমি আমি ফাইনাল সিজন থ্রিতে রয়েছি। এটা তো জীবনের শুরু। এই সময়টা অনেক কিছু শেখার, বোঝার, অনুভব করার, ক্ষমা করার, আপন করার।”
আরও পড়ুন :সুশান্ত চলে যাওয়ার ৬ মাসের মধ্যেই রিয়া চক্রবর্তী’র ‘বয়ফ্রেন্ড’ ছোটপর্দা’র চেনা মুখ !
অভিনেত্রী ‘মাকড়ি’ ও ‘ইকবাল’ ছবিতে সেরা শিশু শিল্পীর পুরস্কার পান। পরে ‘কহানি ঘর ঘর কি’, ‘করিস্মা কা করিস্কা’ ইত্যাদি সিরিয়ালে কাজ করেন। এছাড়া ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘দ্য তাশকেন্ত ফাইল’ ইত্যাদি ছবিতেও মুখ্য চরিত্র করেছেন শ্বেতা বসু প্রসাদ।