দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : যোধপুর কৃষ্ণ মৃগ শিকার মামলার শুনানিতে ফের অনুপস্থিত অভিনেতা সলমন খান। এর আগের শুনানিতেও অভিনেতা হাজিরা দেন নি। করোনা আবহের দোহাই দিয়ে বিচারককে চিঠি দেওয়া হয়েছিল। এবারেও একই চিত্র দেখা গেল মামলার শুনানিতে। এই নিয়ে মোট সতেরো বার অভিনেতা অনুপস্থিত ছিলেন আদালতে। আগামী ৬ ই ফেব্রুয়ারি অভিনেতাকে হাজির হতে বলেছে আদালত।
গতবছর ১ লা ডিসেম্বর এই মামলার শুনানি ছিল। সেসময়ও অভিনেতা করোনা আবহের কারণকে সামনে রেখে চিঠি লেখেন বিচারককে। সেসময় অভিনেতার আর্জি মঞ্জুর করেছিল আদালত। এবারে ফের একই আবেদন বোম্বে হাইকোর্টে। গতকাল শনিবার সলমনের বোম্বে হাইকোর্টে হাজির হওয়ার কথা ছিল। হাজিরা না দিয়ে অভিনেতার তরফ থেকে চিঠি, করোনা আবহে আদালতে উপস্থিত হওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তাই সুরক্ষিত থাকতে হাজিরা দিতে পারবেন না অভিনেতা। এই চিঠি মঞ্জুর করে আগামী ৬ ই ফেব্রুয়ারি ফের হাজিরার তারিখ দিয়েছে আদালত। সলমন ২০১৮ সাল থেকে মোট সতেরো বার হাজিরা দেন নি বলে জানা যাচ্ছে। প্রতিবারই কোনো না কোনো কারণকে সামনে রেখেছেন অভিনেতা।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের কাজে যোধপুরে কৃষ্ণমৃগ শিকার করে অভিযুক্ত হন সলমন। পরে অভিনেতার পাঁচবছরের জেল হলেও তিনদিন পরই জামিন পেয়ে যান অভিনেতা। দীর্ঘ বাঈশ বছরের মামলায় এখনও আদালতের চক্কর কাটছেন সলমন।