দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাত মাস পূর্ণ হয়েছে। মাত্র ৩৪ বছর বয়সেই পৃথিবী ছাড়েন অভিনেতা। আজ ২১ জানুয়ারী অভিনেতার ৩৫ তম জন্মবার্ষিকী। অভিনেতার জন্ম দিনে ভক্তমহলে আবেগঘন ছবি ও লেখার লহর তো বইছেই। সাথে অভিনেতার দিদি শ্বেতা সিং কির্তী এই আবেগের দিনে ভাইকে উৎসর্গ করে আর্থিক সাহায্য প্রদান করলেন অ্যাস্ট্রোফিসিক্স তথা জ্যোতিঃপদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের। অভিনেতার পছন্দের বিষয়কে সামনে রেখেই আর্থিক সাহায্য প্রদান করা হল সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ডের তরফ থেকে।
ভাইয়ের জন্মবার্ষিকীর দিনে সমস্ত স্মৃতি আওড়ে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতার দিদি শ্বেতা সিং। পোস্টে সুশান্তের একাধিক মুহুর্তের ছবি একত্রে যোগ করা হয়েছে। ক্যাপশনে লেখা, “ভাই তুমি আমারই অংশ ছিলে আর আগামীতেও থাকবে।”
https://www.instagram.com/p/CKRv6TxlyM8/?utm_source=ig_web_copy_link
শ্বেতা আরও একটি পোস্ট শেয়ার করেন। যেখানে সুশান্ত নিজের বেশ কিছু স্বপ্নের কথা লিখেছিলেন। অভিনেতার বরাবরের স্বপ্ন ছিল জ্যোতিঃপদার্থবিজ্ঞান নিয়ে কিছু করার। এই বিষয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করারও প্রয়াস করেছিলেন অভনেতা। অভিনেতার সেই লেখা শেয়ার করে দিদি শ্বেতা ২৫.৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। ক্যাপশনে লেখা, “আমার ভাইয়ের ৩৫ তম জন্মদিনে আমি খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে তাঁর জীবনের অন্যতম একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ডের তরফ থেকে ৩৫০০০ ইউএসডির ( ২৫.৫ লক্ষ টাকা) আর্থিক সাহায্য প্রদান করা হবে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারেন।”
অভিনেতার বরাবরের আগ্রহ মহাকাশ, নক্ষত্র ও চাঁদের জগতের প্রতি। বাড়িতে ছিল ইয়া বড় একটি টেলিস্কোপও। একাধিক সাক্ষাৎকারেই অভিনেতা নিজের স্বপ্ন প্রসঙ্গে উল্লেখ করেছেন মহাকাশ চারনের কথা। সময় নিয়ে শিখছিলেন বিমান চালানোও। নাসা’র মতো সংস্থার সঙ্গে দিব্যি ওঠাবসা ছিল অভিনেতার। সঙ্গে স্বপ্ন ছিল দেশের যুব সমাজকে আকাশে ওড়ানোর। এবার সে স্বপ্ন পূরণে এগিয়ে এলেন তাঁর পরিবার। সঙ্গ দিল গোটা দেশ বিদেশের ভক্তমহল।