দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বছর ঘুরতেই বলিউডে ডেব্যুয়ের পাল্লা ভারি। সইফ আলি খানের ছেলে ইব্রাহিম ও শ্রীদেবি কন্যা খুশি কপুরের পর এবার আসছেন ‘কেইফ সিস্টার’। অভিনেত্রী ক্যাটরিনা কেইফের বোন ইসাবেল কেইফ ডেব্যু করছেন বলিউডে। শুধু তাই নয়, সঙ্গে ছবির জুটিও তাজা। অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে জুটি বাঁধছেন ইসাবেল। সম্প্রতি ‘সুস্বাগতম খুশামাদিদ’ ছবির বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইসাবেল কেইফ তাঁর প্রথম ছবির কিছু দৃশ্য শেয়ার করে লেখেন, “নমস্কার-আদাব, এবার শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।” ছবিতে পুলকিত সম্রাট দিল্লিতে থাকা অমন নামের একটি ছেলের অভিনয় করছেন। অন্যদিকে ইসাবেল হলেন আগরার নুর নামের মেয়ে। পুলকিত তাঁদের ছবির প্রসঙ্গে বলেন, “আমাদের বেশ মজাদার রসায়ন রয়েছে ছবিতে। ইসাবেল খুব পরিশ্রমী মেয়ে ওর মধ্যে প্রতিভা আছে অনেক।” অন্যদিকে বলিউড সুপারস্টার সলমন খানও এ প্রসঙ্গে মন্তব্য করেন। লেখেন, “আরে! পুলকু আর ইসু! তোমাদের এক সঙ্গে খুব ভালো লাগছে। শুভ কামনা রইল।”
পুলকিত সম্রাটকে তূলনামূলক কম ছবিতে দেখা গেলেও অভিনেতার ভক্ত সংখ্যা কম নয়। শেষবার ‘তেইশ’ নামের ওয়েব সিরিজেই দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘পাগলপন্তি’ ছিল শেষ ছবি। এছাড়া ‘সনম রে’, ‘জুনুনিয়াত’, ‘ফুকরে’ ইত্যাদি জনপ্রিয় ছবি করেছেন পুলকিত। অন্যদিকে ইসাবেলের ঝুলিতে এই ছবির পর রয়েছে আরও একটি ছবি। জানা যাচ্ছে সে ছবিতে সুরোজ পাঞ্চলি ও আয়ুষ শর্মাও থাকবেন।