দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আজ ২৪ জানুয়ারি, চার হাত এক হতে চলেছে ধওয়ান ও দালাল পরিবারের দুই সদস্যের। অভিনেতা বরুন ধওয়ান ও ফ্যাশন ডিসাইনার নাতাশা দালালের বিয়ে আজ। গতকাল শনিবারই আলিবাগ পৌঁছেছে গোটা পরিবার। গতকাল সঙ্গীত অনুষ্ঠানের পর আজ বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে জোড় কদমে। অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন বলিউডের প্রথম সারির তারকারা।
গতকালই আলিবাগের ম্যানসন হাউস রিসোর্টে দেখা যায় বরুন ধওয়ানকে। ছিলেন মেহেন্দি আর্টিস্ট বিনা নাগদা এবং ফ্যাশন ডিসাইনার মণিশ মলহোত্রাও। জানা যাচ্ছে, নাতাশা নিজের ডিসাইন করা পোষাক পড়বেন বিয়েতে। অন্যদিকে বরুনের পোষাকের দায়িত্ব রয়েছে মণিশ মলহোত্রার উপরেই। সম্প্রতি মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে বরুনের ব্যাচেলার পার্টির একটি ছবিও ঘোরাফেরা করছে ইন্টার্নেটে। খবর, অনুষ্ঠান চত্তরের গোটা এলাকাতেই বহুসংখ্যক সিসিটিভি লাগানো হয়েছে নিরাপত্তার জন্য। বেশকিছু নিরাপত্তা কর্মীও রয়েছেন সেখানে। ধওয়ান ও দালাল পরিবারের মোট ৪০ জন সদস্য থাকছেন অনুষ্ঠানে। এছাড়া ইন্ডাস্ট্রির তারকারা তো থাকছেনই।
জানা যাচ্ছে, সলমন খান ও শাহরুখ খান সহ করণ জোহার, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কপুর, শ্রদ্ধা কপুর, আলিয়া ভট্ট প্রমূখ অভিনেতারা উপস্থিত হবেন বরুন-নাতাশার বিয়েতে। বরুনের বিয়ে ২০২০ সালের মে মাসেই হওয়ার কথা ছিল। তবে করোনা আবহে তারিখ বদলাতে হয়। জানা যাচ্ছে বিচ ওয়েডিং হবে অভিনেতার।